চাঁপাইনবাবগঞ্জে জাতীয় যুব দিবস পালিত
চাঁপাইনবাবগঞ্জে নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস উদযাপিত হয়েছে

বদিউজ্জামান রাজাবাবু স্টাফ রিপোর্টার: চাঁপাইনবাবগঞ্জে নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস উদযাপিত হয়েছে। 'প্রযুক্তি নির্ভর যুবশক্তি, বহুপাক্ষিক অংশীদারিত্বে অগ্রগতি' এই প্রতিপাদ্যে মঙ্গলবার (১২ আগস্ট) সকালে র্যালির মাধ্যমে কর্মসূচি শুরু হয়। পরে যুব উন্নয়ন অধিদপ্তরের সম্মেলন কক্ষে আলোচনা সভা, ৮ জন যুবকের মাঝে ৫ লক্ষ টাকার যুব ঋণের চেক বিতরণ, প্রশিক্ষণ সনদপত্র প্রদান, ৩৬টি বৃক্ষরোপণ এবং ডেঙ্গু পরিচ্ছন্নতা অভিযানসহ বিভিন্ন কার্যক্রম অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মো. আব্দুল মান্নানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আফাজ উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার শাখার উপপরিচালক উজ্জ্বল কুমার ঘোষ এবং অতিরিক্ত পুলিশ সুপার মো. একরামুল হক।
এ সময় যুব উন্নয়ন অধিদপ্তরের বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারী উপস্থিত থেকে কর্মসূচিগুলোতে অংশ নেন। এছাড়া বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনও নানা কর্মসূচীতে অংশ নেয়। আয়োজকরা জানান, এ ধরনের কার্যক্রম শুধু যুব সমাজের উন্নয়ন নয় বরং সমাজের সার্বিক অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।