গোলাম কাজেম আলীর হত্যাকাণ্ডের প্রতিবাদ ও জড়িতদের গ্রেপ্তারের দাবিতে চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধন
রাজশাহীতে চর্মরোগ বিশেষজ্ঞ ডা. গোলাম কাজেম আলী আহমেদ হত্যাকাণ্ডের প্রতিবাদ ও জড়িতদের গ্রেপ্তারের দাবিতে চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধন
রাজশাহীতে চর্মরোগ বিশেষজ্ঞ ডা. গোলাম কাজেম আলী আহমেদ হত্যাকাণ্ডের প্রতিবাদ ও জড়িতদের গ্রেপ্তারের দাবিতে চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন চিকিৎসকরা।
বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন-বিএমএ, চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার আয়োজনে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের সামনে মঙ্গলবার বিকেল ৩টার দিকে অনুষ্ঠিত মানববন্ধন কর্মসূচিতে জেলার সকল সরকারি- বেসরকারি হাসপাতালের চিকিৎসক, নার্স, কর্মকর্তা-কর্মচারীরা অংশগ্রহণ করেন।
মানববন্ধনে বক্তব্য দেন- বিএমএ’র চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সভাপতি ডা. দুররুল হোদা ও সাধারণ সম্পাদক ডা. গোলাম রাব্বানী, পদ্মা ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের প্রশাসনিক কর্মকর্তা শরিফুল ইসলাম সাঈদ, ম্যাক্স হসপিটালের ব্যবস্থাপক আব্দুল বারী, বাংলাদেশ ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক ওনার্স অ্যাসোসিয়েশন-চাঁপাইনবাবগঞ্জ জেলার আহ্বায়ক কমিটির সদস্য নাসির উদ্দিনসহ অন্যরা।
মানববন্ধন থেকে চিকিৎসক নেতৃবৃন্দ ঘোষণা করেন- হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের ৭২ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করা না হয় তাহলে সারাদেশেই প্রয়োজনে চিকিৎসা সেবা প্রদান বন্ধ করতে বাধ্য হবেন চিকিৎসকরা।
উল্লেখ্য, রাজশাহী মহানগরীতে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে নিহত হন রাজশাহী ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ হাসপাতালের চর্ম ও যৌনরোগ বিশেষজ্ঞ চিকিৎসক কাজেম আলী আহমেদ (৪৮)। গত রবিবার রাত পৌনে ১২টার দিকে নগরীর বর্ণালীর মোড়ে ছুরিকাঘাতের শিকার হন তিনি।
ডা. কাজেম রাজশাহী মেডিকেল কলেজের ৪২তম ব্যাচের ছাত্র। তিনি চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চর দেবীনগর গ্রামের গোলাম মর্তুজার ছেলে।