বাঘায় যমুনা ব্যাংকের পক্ষ থেকে বৃক্ষ রোপন কর্মসূচী পালন 

তারুণ্যের উৎসব ২০২৫" উপলক্ষে রাজশাহীর বাঘায় বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে।

বাঘায় যমুনা ব্যাংকের পক্ষ থেকে বৃক্ষ রোপন কর্মসূচী পালন 

বাঘা রাজশাহী প্রতিনিধিঃ তারুণ্যের উৎসব ২০২৫" উপলক্ষে রাজশাহীর বাঘায় বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে।  যমুনা ব্যাংকের আয়োজনে বুধবার (৬ আগষ্ট) সকাল ১০টায় উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান ও বিদ্যালয় প্রাঙ্গনে ফলজ ও বনজ বৃক্ষের চারা রোপণের মাধ্যমে এ কর্মসূচি পালিত হয়।

বৃক্ষ রোপন কর্মসূচীতে উপস্থিত ছিলেন, যমুনা ব্যাংক বাঘা ( চারঘাট উপশাখা)'র এক্সিকিউটিভ অফিসার মাজাহারুল ইসলাম,ফাষ্ট অফিসার নাজমুচ শাকিব, ফাষ্ট অফিসার আবু হেনা মোস্তফা কামালসহ ব্যাংকের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা কর্মচারী ও বিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ। 

এ সময় কর্মকর্তারা বলেন,, পরিবেশ সচেতনতা ও সবুজায়নের গুরুত্ব তুলে ধরতেই যমুনা ব্যাংকের পক্ষ থেকে এ ধরনের কর্মসূচির আয়োজন করা হয়েছে। তারুণ্যের শক্তিকে উদযাপন করার পাশাপাশি এই উৎসবের মাধ্যমে কর্মীদের মাঝে টেকসই উন্নয়ন ও পরিবেশবান্ধব চিন্তাধারার বার্তা ছড়িয়ে দেওয়ায় হচ্ছে। প্রতিটি তরুণের মধ্যে একটি বৃক্ষের মতো সম্ভাবনা লুকিয়ে থাকে। সেই সম্ভাবনার পরিচর্যা করলেই একটি সবুজ ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।

এই উদ্যোগের মাধ্যমে "তারুণ্যের উৎসব ২০২৫" আরও অর্থবহ হয়ে উঠবে। যমুনা ব্যাংক সবুজায়নের বার্তা ছড়িয়ে দিতে বদ্ধপরিকর। পরিবেশ সুরক্ষার পাশাপাশি তারুণ্যের প্রতীক হিসেবে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হচ্ছে। যমুনা ব্যাংক সবুজ পৃথিবী গড়ার লক্ষ্যে এই উদ্যোগ নিয়েছে।