গোমস্তাপুরে ছাদ থেকে পড়ে ইউপি চেয়ারম্যানের মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার বাঙ্গাবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল ইসলাম ছাদ থেকে পড়ে মারা গেছেন

গোমস্তাপুরে ছাদ থেকে পড়ে ইউপি চেয়ারম্যানের মৃত্যু

গোমস্তাপুর প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার বাঙ্গাবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল ইসলাম ছাদ থেকে পড়ে মারা গেছেন।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে (রামেক) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এর আগে, গত রাতে বাঙ্গাবাড়ী ইউনিয়নের শিংপাড়া গ্রামে তার নিজ বাড়ির ছাদ থেকে পড়ে আহত হন তিনি।

শহিদুল ইসলাম শিংপাড়া গ্রামের আব্দুল মাস্টারের ছেলে ও বাঙাবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান।

গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ বলেন,চেয়ারম্যান ছাদ থেকে পড়ে আহত হয়েছিলেন। পরিবারের লোকজন তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা গেছেন।