চাঁপাইনবাবগঞ্জে বিজয় দিবস উদযাপন
সারা দেশের মতো চাঁপাইনবাবগঞ্জে যথাযোগ্য মর্যাদায় এবারের মহান বিজয় দিবস উদযাপিত হচ্ছে

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ সারা দেশের মতো চাঁপাইনবাবগঞ্জে যথাযোগ্য মর্যাদায় এবারের মহান বিজয় দিবস উদযাপিত হচ্ছে। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকালে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে ৩১বার তোপধ্বনির মধ্য দিয়ে দিনের সূচনা হয়। এরপর চাঁপাইনবাবগঞ্জ শহীদ মুক্তিযোদ্ধাদের নাম-সংবলিত স্মৃতিফলকে মুক্তিযোদ্ধা সংসদ, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, রাজনৈতিক দল ও বিভিন্ন সংগঠন ফুল দিয়ে শ্রদ্ধা জানায়।
মঙ্গলবার সকাল ৯টায় নতুন স্টেডিয়ামে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন ও পায়রা ওড়ানো হয়। পরে পুলিশ, বিএনসিসি, স্কাউটস, গার্ল গাইডস, বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থী ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের কুচকাওয়াজ পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করেন জেলা প্রশাসক শাহাদাত হোসেন মাসুদ ও পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস। কুচকাওয়াজের পর অনুষ্ঠিত হয় মনোজ্ঞ ডিসপ্লে। এতে অংশ নেয় বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা।
এ ছাড়াও বিভিন্ন সংগঠন আলাদা আলাদাভাবে মুক্তিযুদ্ধবিষয়ক আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও জেলার সকল শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্র-ছাত্রীদের সমাবেশ ও ক্রীড়া অনুষ্ঠানে মধ্য দিয়ে বিজয় দিবস পালিত হচ্ছে।




