মহান বিজয় দিবস উপলক্ষে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পইন

১৬ ই ডিসেম্বর ২০২৫ মঙ্গলবার বেকিমোড়ে বাংলাদেশ প্রেসক্লাবের শিবগঞ্জ শাখার অফিসে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।

মহান বিজয় দিবস উপলক্ষে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পইন

শিবগঞ্জ প্রতিনিধিঃচাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ডেলটা মেডিকেল সেন্টার চাঁপাইনবাবগঞ্জের সহযোগিতায় চাঁপাই ব্লাড ডোনেট, শিবগঞ্জ উপজেলা শাখা ও বাংলাদেশ প্রেসক্লাব, শিবগঞ্জ উপজেলা শাখার যৌথ আয়োজনে ১৬ ই ডিসেম্বর ২০২৫ মঙ্গলবার বেকিমোড়ে বাংলাদেশ প্রেসক্লাবের শিবগঞ্জ শাখার অফিসে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।

চাঁপাই ব্লাড ডোনেট ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা ডাঃ মাহফুজ রায়হানের সার্বিক দিকনির্দেশনায়

বাংলাদেশ প্রেসক্লাব শিবগঞ্জ উপজেলা শাখা কার্যালয় সভাপতি মোঃ সেতাউর রহমানের সভাপতিত্বে সকাল ৯ ঘটিকার সময় কার্যক্রম শুরু হয়। যা বিকেল পর্যন্ত চলমান থাকবে। এছাড়াও ফোনে ফোনে রক্তদান কর্মসূচী হাতে নেওয়া হয়েছে যা চলমান থাকবে।

এ সময় বাংলাদেশ প্রেসক্লাব শিবগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ হারুন অর রশিদ সহ অন্যান্য সদস্যরা উপদেষ্টা সাংবাদিক জালাল উদ্দীন, দৈনিক নয়া দিগন্ত এবং চাঁপাই ব্লাড ডোনেট ফাউন্ডেশনের পরিচালক মোঃ আক্তারুজ্জামান সিহাব, কেন্দ্রীয় সভাপতি মোঃ মশিউর রহমান, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সোহেল রানা, উপজেলা সভাপতি মোঃ দেলোয়ার হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য যে দিনব্যাপি কর্মসূচিতে প্রায় ১২০ জনের মতো ব্যক্তির গ্রুপ নির্ণয় করা হয়।