চাঁপাইনবাবগঞ্জে অবৈধ ভাটা উচ্ছেদ 

জেলার শিবগঞ্জ উপজেলার কয়লাদিয়াড় গ্রাম এলাকার তিনটি অবৈধ ইট ভাটা উচ্ছেদ

চাঁপাইনবাবগঞ্জে অবৈধ ভাটা উচ্ছেদ 

শিবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার কয়লাদিয়াড় গ্রাম এলাকার তিনটি অবৈধ ইট ভাটা উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। 

 জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ ছানোয়ার হোসেনের সমন্বয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলামের নেতৃত্বে ২১ অক্টোবর দিনভর অভিযান পরিচালনা করা হয়। নিয়মবহির্ভূতভাবে ইটভাটা চালানোর অভিযোগে সনি বি,সনি টু,ও স্মার্ট ব্রিক্স এ উচ্ছেদ অভিযান পরিচালনা করে। এ সময় সেভেন স্টার ও সাথী ভাটা উচ্ছেদের দাবিতে এলাকাবাসী বিক্ষোভ করে। 

ঘটনাস্থলে এলাকাবাসী জানান, আমরা আমাদের এলাকার অবৈধ ইটভাটাগুলো উচ্ছেদ করার জন্য গত পাঁচ বছর ধরে 

আন্দোলন করে আসছি । ক্রমান্বয়ে জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা, পরিবেশ অধিদপ্তর চাঁপাইনবাবগঞ্জ জেলা সহ বিভিন্ন দপ্তরে হন্নে হয়ে ঘুরে আমরা কোন সমাধান পাইনি। আজকে প্রশাসন আমাদের এলাকার তিনটি ইটভাটায় অভিযান চালায় কিন্তু সাথী ইটভাটা ও সেভেনস্টার ইটভাটাও অবৈধ। কিন্তু তাঁদের ইটভাটায় অভিযান পরিচালনা করা হয়নি । তাই আমাদের জোরালো দাবি আমাদের এলাকায় কোন অবৈধ ইটভাটা থাকবে না । আমাদের একটাই দাবি সবগুলো ইটভাটা উচ্ছেদ করতে হবে। 

অভিযান পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম জানান,কোন অবৈধ ইটভাটা থাকবে না। তদন্ত শেষে আইনী প্রক্রিয়ায় যতদ্রুত সম্ভব উচ্ছেদ করা হবে। 

এ রিপোর্ট লিখা পর্যন্ত জনগণ ভাটা উচ্ছেদের দাবিতে রাস্তা অবরোধ করে রাখে।