চাঁপাইনবাবগঞ্জে নেশাজাতীয় সিরাপসহ একজন গ্রেফতার
চাঁপাইনবাবগঞ্জ জেলা গোয়েন্দা শাখা ডিবি পুলিশের অভিযানে নেশাজাতীয় সিরাপ ফেয়ারডিলসহ একজনকে গ্রেফতার করা হয়েছে।

চাঁপাই প্রেস ডেস্ক:চাঁপাইনবাবগঞ্জ জেলা গোয়েন্দা শাখা ডিবি পুলিশের অভিযানে ৬০ বোতল নেশাজাতীয় ফেয়ারডিল সিরাপসহ একজনকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতার ব্যক্তি হলেন:চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের সাহাপাড়া বৈরাগীপাড়ার মৃত আলীম আলীর ছেলে আব্দুল মান্নান (৩০)।
জেলা গোয়েন্দা শাখা (ডিবি)র এক প্রেসনোটে জানানো হয়:চাঁপাইনবাবগঞ্জ জেলার পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস এর নির্দেশক্রমে জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ এমাদুল হক এর সার্বিক তত্ত্বাবধানে জেলা গোয়েন্দা শাখার এসআই পলাশ চন্দ্র চৌধুরী এর নেতৃত্বে সঙ্গীয় অফিসার ফোর্সসহ (গতকাল ৩ জানুয়ারি)শনিবার রাত্রি সাড়ে ৮ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের সাহাপাড়া বৈরাগীপাড়ায় আব্দুল মান্নান এর বাড়িতে অভিযান চালিয়ে ৬০ বোতল নেশাজাতীয় ফেয়ারডিল সিরাপসহ তাকে গ্রেফতার করা হয়
এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।




