নাসিরনগর সড়ক দুর্ঘটনায় দুইজন যাত্রী গুরুতর আহত

ব্রাহ্মণবাড়ীয়ার নাসিরনগর উপজেলায় ঘন কুয়াশায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি সিএনজি সড়ক থেকে খাদে পড়ে দুর্ঘটনায় সিএনজিতে থাকা দুইজন যাত্রী গুরুতর আহত হয়েছে।

নাসিরনগর সড়ক দুর্ঘটনায় দুইজন যাত্রী গুরুতর আহত

সুজিত কুমার চক্রবর্তী স্টাফ রিপোর্টারঃব্রাহ্মণবাড়ীয়ার নাসিরনগর উপজেলায় ঘন কুয়াশায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি সিএনজি সড়ক থেকে খাদে পড়ে দুর্ঘটনায় সিএনজিতে থাকা দুইজন যাত্রী গুরুতর আহত হয়েছে। 

রবিবার (৪ জানুয়ারি) সন্ধ্যায় আনুমানিক ৭.৩০ টায় উপজেলার বুড়িশ্বর ইউনিয়নের বুড়িশ্বর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, নাসিরনগর সদর থেকে ফান্দাউকে যাওয়ার সময় ঘন কুয়াশার কারণে রাস্তা পরিষ্কার দেখাতে না পেয়ে সিএনজির চালক নিয়ন্ত্রণ হারিয়ে যানবাহনটি সড়কের পাশের খাদে পড়ে যায়।এতে সিএনজিতে থাকা দুইজন যাত্রী গুরুতর আহত হয়। 

দুর্ঘটনার খবর পেয়ে আশপাশের এলাকার লোকজন দ্রুত ঘটনাস্থলে এসে আহতদের উদ্ধার করে নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। জানা যায়, আহত হরিপদ দাস (৩৭) ও আকাশ দাস (৩৪) তারা দুজনই হবিগঞ্জ জেলার বাসিন্দা। দুর্ঘটনায় সিএনজিটি ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে।