নাসিরনগর হাওড়ে বোরো ধান কাটা শুরু-কৃষকের মুখে হাসি

ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলায় মেদী,গজারিয়া, বেড়িবাঁধ, আকাশি হাওড়ে সহ বিভিন্ন হাওড়ে বোরো ধান কাটা শুরু হয়েছে।

নাসিরনগর হাওড়ে বোরো ধান কাটা শুরু-কৃষকের মুখে হাসি

সুজিত কুমার চক্রবর্তী, নাসিরনগর ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিঃ ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলায় মেদী,গজারিয়া, বেড়িবাঁধ, আকাশি হাওড়ে সহ বিভিন্ন হাওড়ে বোরো ধান কাটা শুরু হয়েছে। এ বছরের উপজেলায় ১৭ হাজার ৩৪২ হেক্টর জমিতে বোরো ধান চাষা করা হয়েছে। এপ্রিল মাসের ১ম থেকে ধান কাটা শুরু হয়।

শনিবার ১২ এপ্রিল ২০২৫খ্রিঃ নাসিরনগর উপজেলা সদর ডাক বাংলো সামনে লংগন নদী সংলগ্ন মেদী,করচার,গজারিয়া হাওড়ে বোরো ধান কাটা শুরু হয়। এ বছর ব্রি-৮৮ জাত ও হাইব্রিড ধান ভাল হওয়ায় এবং আগাম ধান কাটতে পারায় কৃষকরা খুবই আনন্দিত। নাসিরনগর সদরের কৃষক মিন্টু মিয়া, তাবারক মিয়া, ফুল মিয়া, মন্ত দাসের জমিতে ব্রি—৮৮/ ৯২ জাত সহ উন্নত জাতের বোরো ধান আগাম কাটাতে পারায় শ্রমিক সহ উপস্থিত সকলকে মিষ্টিমুখ করান। নাসিরনগর ১৩ টি ইউনিয়নের চাতলপাড়, গোয়ালনগর, ভলাকুট, কুন্ডা,নাসিরনগর সদর, গোকর্ণ, পূর্বভাগ, হরিপুর সহ সকল হাওড় ও নিচু এলাকায় ধান কাটার উৎসব শুরু হয়েছে।যে যেভাবে পারছে ধান কেটে খলায় শুকায়ে ধান সংগ্রহ করছে। আবার কেউ কেউ কাঁচা ধান বিক্রি করে শ্রমিকদের পাওনা দিচ্ছে। উপজেলা কৃষি কর্মকর্তা ইমরান হোসাইন বলেন, কৃষকরা যাতে অধিক ফসল পায় এবং রোগ বালাই পোকা মাকড় থেকে ফসল সুরক্ষার জন্য উপজেলার ১৩ টি ইউনিয়নে নিয়োজিত উপ- সহকারী কৃষি কর্মকর্তাগণ মাঠ পর্যায়ে কৃষকদেরকে নিয়মিত সু পরামর্শ ও সহযোগিতা করে আসছে। চলতি মৌসুমে উপজেলায় হাওড় ও নন হাওড়ে উছু এলাকায় বোরো ও ইরি সহ মোট ১৭ হাজার ৩৪২ হেক্টর জমিতে বোরো ধান আবাদ করা হয়েছে। অতিরিক্ত খরার কারণে কিছু জমিতে খোলপোড়া রোগের আক্রমণ আছে। আবহাওয়া ভাল থাকলে কয়েক দিনের মধ্যেই হাওড় এলাকায় পুরোদমে ধান কাটা শুরু হবে। তিনি আরও বলেন, ধান কাটার জন্য উপজেলার কৃষকদের কাছে ৯৫ টি কম্পাইট হারভেস্টার মেশিন রয়েছে, তাছাড়াও ধান কাটার সময় নিকটবর্তী উপজেলা থেকেও কম্পাইট হারভেস্টার মেশিন দিয়ে ধান কাটা হয়। এ বছর লক্ষ্যমাত্রার অর্জনের চেয়ে অনেক বেশি অর্জনের সম্ভাবনা রয়েছে।