অভাব অনটনে আত্মহত্যার পথ বেছে নিলেন এক দম্পতি
সংসারে অভাব- অনটনে হতাশা- বিষাদ বুকে নিয়ে এক সাথে আত্মহত্যার পথ বেছে নিলেন আল- আমিন (২৫) ও জরিনা বেগম (২০) নামে এক দম্পতি।

সুজিত কুমার চক্রবর্তী, ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধিঃ সংসারে অভাব- অনটনে হতাশা- বিষাদ বুকে নিয়ে এক সাথে আত্মহত্যার পথ বেছে নিলেন আল- আমিন (২৫) ও জরিনা বেগম (২০) নামে এক দম্পতি।
রবিবার রাতে আশুগঞ্জ উপজেলার লালপুর ইউনিয়নের কুড়ের পাড় গ্রামে উক্ত ঘটনাটি ঘটেছে। নিহত আল আমিন কুড়ের পাড়ের নান্নু মিয়ার ছেলে এবং নিহত জরিনা বেগম একই ইউনিয়নের নোয়াপাড়া গ্রামের ইদ্রিস মিয়ার মেয়ে। অটোরিক্সা চালক আল আমিন এর সংসারে ১টি ছেলে ও ১টি মেয়ে রয়েছে।
নিহত জরিনা বেগম এর ভাই আনোয়ার হোসেন জানান, অভাব অনটন সংসারে টানাপোড়েন সবসময় লেগেই থাকত। অভাব অনটন সহ্য করতে না পেরে কিস্তিতে কেনা ইজিবাইকটি কয়েকদিন আগে আল আমিন বিক্রি করে দেয়। বিক্রি করার পর থেকে অভাবে অনটন সংসারে টানাপোড়েন আরও বৃদ্ধি পায়। শুরু হয় দাম্পত্য কলহ। এই রাগ দুঃখ, অভিমানে একসাথে আত্মহত্যার পথ বেছে নেয়। রবিবার রাত ১০টায় একসঙ্গে কেরির ট্যাবলেট খেযে আত্মহত্যার চেষ্টা করে। ট্যাবলেট খেয়ে চটপট করতে থাকলে শিশুদের চিৎকারে আশপাশের লোকজন এসেছে মুমূর্ষ অবস্থায় দুজনকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে আসার পর জরিনা বেগম জরুরি বিভাগেই মারা যায়। কিছু সময় পর রাত ১টায় আল আমিন ও মৃত্যুর কোলে ঢলে পড়ে।
এ ব্যাপারে আশুগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ বিল্লাল হোসেন ঘটনায় সত্যতা নিশ্চিত করে জানান, অভাব অনটন ও মানসিক যন্ত্রণা থেকেই এই আত্মহত্যার ঘটনাটি ঘটেছে। হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে।