ব্রাহ্মণবাড়িয়ায় বাবাকে হত্যার দায়ে ছেলের যাবজ্জীবন
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বাবা হত্যা মামলার আসামি ছেলেকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত

সুজিত কুমার চক্রবর্তী স্টাফ রিপোর্টার:ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বাবা হত্যা মামলার আসামি ছেলেকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।
বুধবার ব্রাহ্মণবাড়িয়া আদালতের জেলা ও দায়রা জজ মো. শহিদুল ইসলাম এ রায় ঘোষণা করেন বলে আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী ফখরুদ্দিন খান জানান।
দণ্ডিত ৪৩ বছর বয়সী জসিম মিয়া নবীনগরের জিনোদপুর ইউনিয়নের কাঁঠালিয়া গ্রামের লিল মিয়ার ছেলে।
সাজার পাশাপাশি তাকে এক লাখ টাকা জরিমানা দিয়েছেন বিচারক। অনাদায়ে তাকে আরও এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।
মামলার বিবরণে বলা হয়, ২০২৩ সালের ১৪ অগাস্ট দুপুরে পাট কাটা নিয়ে ৭৫ বছর বয়সী লিল মিয়ার সঙ্গে ছেলে জসিম উদ্দিনের বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে ঘর থেকে কাঠের টুকরো এনে বাবার মাথায় আঘাত করে জসিম।
এ সময় লিল মিয়া মাটিতে লুটিয়ে পড়লে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় নিহতের স্ত্রী মমতাজ বেগম বাদি হয়ে নবীনগর থানায় একটি হত্যা মামলা দায়ের করলে জসিমকে গ্রেপ্তার করে পুলিশ।তদন্ত শেষে ২০২৪ সালের ৩০ এপ্রিল পুলিশ জসিমের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করলে এ মামলার বিচার শুরু করে আদালত।
রাষ্ট্রপক্ষের আইনজীবী ফখরুদ্দিন খান এ রায়ে সন্তোষ প্রকাশ করে বলেন, “এই রায়ের মাধ্যমে বাদীপক্ষ ন্যায় বিচার পেয়েছে।মামলায় আসামি পক্ষের আইনজীবী নাজমুল হক রিটন এ রায়ে অসন্তোষ প্রকাশ করেছেন।
তিনি বলেন,উচ্চ আদালতে এ রায়ের বিরুদ্ধে আপিল করা হবে।