শিবগঞ্জে ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জ উপজেলা ও পৌর ছাত্রদলের ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে
শিবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জ উপজেলা ও পৌর ছাত্রদলের ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার ৬ জানুয়ারি বিকেল উপজেলা শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক বারিউল ইসলাম তুষারের সভাপতিত্বে ও উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সারওয়ার জাহান সুজন এবং আতিকুর রহমান আতিকের সঞ্চালনায় দোয়া ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ৫ বারের সাবেক সফল সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব অধ্যাপক মোঃ শাহজাহান মিঞা। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা শাখা ছাত্রদলের সাবেক সদস্য সচিব মোখলেসুর রহমান।
প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভায় উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলা শাখা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সারোয়ার জাহান, শিবগঞ্জ পৌর বিএনপির সাবেক সভাপতি শফিকুল ইসলাম,উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলী আহমেদ বাবু,পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক আবুল বাশার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল্লাহ আল ফারুক কুইক,সদস্য সচিব জানিবুল ইসলাম জোসি,যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান,যুগ্ম আহ্বায়ক শামশুজ্জোহা বিদ্যুৎ,যুগ্ম আহ্বায়ক জাহিদ বিশ্বাস,পৌর ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক ইখলাসুর রহমান পলাশ,আদিনা কলেজ শাখা ছাত্রদলের সাবেক সদস্য সচিব রায়হান আহমেদ,ইসমাইল হোসেন,রিসাদ,আওয়াল রশিদ অন্তর,বিশিষ্ট চিকিৎসক ডা.নাহিদুজ্জামান সুমন,মোবারকপুর ইউপি চেয়ারম্যান মাহমুদ মিয়াসহ ছাত্রদল, যুবদল,স্বেচ্ছাসেবক দল এবং বিএনপির নেতৃবৃন্দ।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ১৯৭৯ সালের ১ জানুয়ারি সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই সংগঠন প্রতিষ্ঠা করেন। এর পর বিভিন্ন চড়াই উৎরাই পেরিয়ে দেশের অন্যতম বৃহৎ ছাত্র সংগঠনে পরিণত হয়েছে ছাত্রদল। গণতান্ত্রিক প্রতিটি আন্দোলনে সংগঠনটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বিএনপি’র “ভ্যানগার্ড” হিসেবে পরিচিতি পায়।
শিক্ষা,ঐক্য, প্রগতি পতাকাবাহী ছাত্রদলের প্রতিষ্ঠা বার্ষিকীতে ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে যে সকল ছাত্র নেতা কর্মী ও সাধারণ মানুষ জীবন দিয়েছেন, তাদের আত্মার শান্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।