শিবগঞ্জ সীমান্তে পিস্তল ও গুলি এবং বিদেশি মদ উদ্ধার 

ফতেপুর সীমান্তে অবৈধ ও চোরাচালানকৃত ভারতীয় পিস্তল ও গুলি এবং মদ উদ্ধার করা হয়

শিবগঞ্জ সীমান্তে পিস্তল ও গুলি এবং বিদেশি মদ উদ্ধার 

নিজস্ব প্রতিবেদন: বর্ডার গার্ড বাংলাদেশ, চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) কর্তৃক জেলার ফতেপুর সীমান্তে অবৈধ ও চোরাচালানকৃত ভারতীয় ১টি পিস্তল ও ৭ রাউন্ড গুলিসহ ৪৩ বোতল মদ আটক করা হয়।

বৃহস্পতিবার (৩ অক্টোবর) রাত ২টা ৪০ মিনিটে ফতেপুর বিওপির একটি বিশেষ টহলদল গোপন সংবাদের ভিত্তিতে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার দুর্লভপুর ইউনিয়নের কুকরিপাড়া গ্রামে অভিযান পরিচালনা করে। টহলদল অভিযান পরিচালনা করার সময় সীমান্ত পিলার ১০/২-এস নিকট দিয়ে ২ জন ব্যক্তিকে ১টি বস্তা নিয়ে ভারত হতে বাংলাদেশে আসতে দেখতে পায়। চোরাকারবারীরা টহল দলের উপস্থিতি বুঝতে পেয়ে ছত্রভঙ্গ হয়ে যায় এবং বস্তাটি ফেলে কাঁটাতার বিহীন অংশ দিয়ে ভারতের অভ্যন্তরে পালিয়ে যায়। পরবর্তীতে টহলদল বস্তাটি উদ্ধার করতঃ বস্তার মধ্য হতে অবৈধ ও চোরাচালানকৃত ১টি বিদেশী পিস্তল ও ৭ রাউন্ড গুলিসহ ৪৩ বোতল মদ জব্দ করে।

উল্লেখ্য আসন্ন শারদীয় দুর্গাপূজায় বিশৃঙ্খলা সৃষ্টি করার লক্ষ্যেই অস্ত্র এবং গোলাবারুদ পাচার করার চেষ্টা করা হয় বলে জানান ৫৩ বিজিবি। জব্দকৃত পিস্তল, গুলি ও মদ শিবগঞ্জ থানায় মামলা দায়ের করতঃ হস্তান্তর করার কার্যক্রম প্রক্রিয়াধীন।

এ ব্যাপারে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল মোঃ মনির-উজ-জামান, পিএসসি বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) এর সীমান্ত এলাকায় বর্তমান আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও আসন্ন দূর্গাপূজা উপলক্ষে সকল ধরনের নাশকতা রোধকল্পে নিয়মিত টহল পরিচালনার পাশাপাশি বিশেষ টহল পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় অস্ত্র ও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে বিজিবি সর্বদা সচেষ্ঠ রয়েছে এবং এই কার্যক্রম অব্যাহত থাকবে।