চাঁপাইনবাবগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে মে দিবস পালিত
শ্রমিক মালিক এক হয়ে গড়বো এদেশ নতুন করে”-এই স্লোগানকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জে পালিত হয়েছে মহান মে দিবস।

নিজস্ব প্রতিবেদন:“শ্রমিক মালিক এক হয়ে গড়বো এদেশ নতুন করে”-এই স্লোগানকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জে পালিত হয়েছে মহান মে দিবস।
আজ বৃহস্পতিবার বেলা ১১টায় জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়,যা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে শেষ হয়।
র্যালির উদ্বোধন করেন জেলা প্রশাসক আব্দুল সামাদ। পরে তিনি বেলুন উড়িয়ে দিবসটির সূচনা করেন।
পরে জেলা প্রশাসকের কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অন্যদিকে,মহান মে দিবস উপলক্ষে জাতীয়তাবাদী শ্রমিক দলের উদ্যোগেও একটি র্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।