‎পবিপ্রবিতে তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে আনন্দ র‍্যালি ও আলোচনা সভা

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়(পবিপ্রবি) জিয়া পরিষদের উদ্যোগে তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন

‎পবিপ্রবিতে তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে আনন্দ র‍্যালি ও আলোচনা সভা

মোঃ সজিব সরদার পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়(পবিপ্রবি) জিয়া পরিষদের  উদ্যোগে তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে সোমবার(২৯ ডিসেম্বর) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয় একাডেমিক ভবনের সম্মুখ থেকে এক আনন্দ র‍্যালি বের হয়।

র‍্যালিটি ক্যাম্পাসের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে টিএসসি'র সামনে শেষ হয়।সকাল সোয়া ১১ টায় টিএসসি কনফারেন্স কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে সভা শুরু হয়। তারেক রহমানের ভবিষ্যৎ দেশ পরিচালনায় সফলতা কামনা করে দোয়া মোনাজাত পরিচালনা  করেন কেন্দ্রীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম হাফেজ মো:আবদুল কুদ্দুস।

বিশ্ববিদ্যালয় জিয়া পরিষদের সভাপতি মো: আবুবকর সিদ্দিক এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ড. হাচিব মোহাম্মদ তুষার এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ উপাচার্য ও ইউট্যাবের সাধারণ সম্পাদক প্রফেসর ড.এস এম হেমায়েত জাহান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পবিপ্রবি'র ইউট্যাব সভাপতি প্রফেসর ড.মোহাম্মদ মামুন অর রশীদ, দায়িত্ব প্রাপ্ত রেজিস্ট্রার  প্রফেসর ড.মোঃ হাবিবুর রহমান,বিএএম অনুষদের সাবেক  ডিন প্রফেসর বদিউজ্জামান,পোস্ট গ্রাজুয়েট স্টাডিজ এর ডিন প্রফেসর ড.মোহাম্মদ আতিকুর রহমান, ড. এবিএম সাইফুল ইসলাম ।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ডেপুটি রেজিস্ট্রার খায়রুল বাশার মিয়া, ছাত্রদল সাধারণ সম্পাদক সোহেল রানা জনি,জাতীয়তাবাদী কর্মচারী মো:মোশারেফ হোসেন প্রমুখ। বক্তারা তারেক রহমানের সফল স্বদেশ প্রত্যাবর্তনে মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করেন। তারেক রহমানের ঘোষিত আগামীর শান্তিপূর্ণ বাংলাদেশ বিনির্মাণে বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক কর্মকর্তা-কর্মচারী ও ছাত্রছাত্রীদের  সহযোগীতা কামনা করেন।