নওগাঁয় শহীদ ওসমান হাদী হত্যার প্রতিবাদে বিক্ষােভ কর্মসূচি 

ভারতীয়-আধিপত্যবাদবিরোধী অবস্থান এবং ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদী হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি

নওগাঁয় শহীদ ওসমান হাদী হত্যার প্রতিবাদে বিক্ষােভ কর্মসূচি 

এ.বি.এস রতন স্টাফ রিপোর্টার : ভারতীয়-আধিপত্যবাদবিরোধী অবস্থান এবং ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদী হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে নওগাঁয় বিক্ষোভ ও কুশপুত্তলিকা দাহ কর্মসূচি পালন করেছে সাধারণ ছাত্র-জনতা।

সোমবার সন্ধ্যা সাড়ে ৫টায় নওগাঁ শহরের মুক্তির মোড়ের জুলাই স্মৃতিস্তম্ভ এলাকায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কুশপুত্তলিকা দাহ করা হয়।

এর আগে জেলা পরিষদ পার্কের সামনে থেকে নরেন্দ্র মোদির কুশপুত্তলিকা হাতে নিয়ে একটি বিক্ষোভ মিছিল বের করে ছাত্র-জনতা। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মুক্তির মোড় জুলাই স্মৃতিস্তম্ভে গিয়ে শেষ হয়। সেখানে কুশপুত্তলিকা দাহের মাধ্যমে তারা প্রতিবাদ জানায়।

বিক্ষোভ চলাকালে অংশগ্রহণকারীরা “আমরা সবাই হাদী হবো, গুলির মুখে কথা ক’ব”—সহ বিভিন্ন প্রতিবাদী স্লোগান দেন।

এসময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি আরমান হোসেন, শাকিব, মেহেদীসহ বিভিন্ন ছাত্র সংগঠনের নেতাকর্মী ও সাধারণ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।