বদলগাছী মডেল প্রেসক্লাবের নতুন সদস্যদের'কে ফুল দিয়ে বরণ
নওগাঁ জেলার কিছু গুণী ও অভিজ্ঞ সাংবাদিক যাদের হাতে গড়ে উঠবে এই সমাজের উন্নয়ন
 
                                এ.বি.এস রতন নওগাঁ স্টাফ রিপোর্টার :নওগাঁ জেলার কিছু গুণী ও অভিজ্ঞ সাংবাদিক যাদের হাতে গড়ে উঠবে এই সমাজের উন্নয়ন। এবং যাদের লেখায় ফুটে উঠবে সমাজের বিভিন্ন অপকর্ম ভালো, মন্দ ও সমাজের উন্নয়ন এবং টিকে থাকবে সাংবাদিকতার মূলধারা। এমন কিছু সাংবাদিক বদলগাছী মডেল প্রেসক্লাবে যোগদান করায় তাদের ফুল দিয়ে বরণ করে বদলগাছী মডেল প্রেস ক্লাব।
জেলার বদলগাছী উপজেলার বদলগাছী মডেল প্রেসক্লাবের সভাপতি মোঃ ফেরদৌস হোসেন এর সভাপতিত্বে ও সম্পাদক আবু রায়হান লিটন এ-র সঞ্চালনায় প্রেসক্লাবের নতুন ভবনে এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় সকল সদস্যদের সম্মতিক্রমে জেলার কিছু প্রতিবাদী সাংবাদিককে নতুন সদস্য হিসেবে ফুল দিয়ে বরণ করে বদলগাছী মডেল প্রেসক্লাবের সভাপতি মোঃ ফেরদৌস হোসেন, সম্পাদক আবু রায়হান লিটন।
যোগদানকৃত নতুন সদস্যরা হলেন বাংলা টিভি ও জাতীয় দৈনিক আজকালের খবর পত্রিকার নওগাঁ জেলা প্রতিনিধি লেখক ও সাংবাদিক আশরাফুল ইসলাম (নয়ন), জাতীয় দৈনিক বাংলাদেশের আলোর নওগাঁ জেলা প্রতিনিধি এ.বি.এস. রতন, জাতীয় দৈনিক জনবানী পত্রিকার নওগাঁ জেলা প্রতিনিধি মোঃ রকি হোসেন।
এ ছাড়াও অন্যান্য নতুন সদস্যরা হলেন, মোঃ লিটন হোসেন, শাহরিয়ার হাসান শাওন, সুবাস চন্দ্র, মোঃ জাহাঙ্গীর আলম, মোঃ রুহল আমীন, মোঃ রফিকুল ইসলাম (হিমু)।
সভাপতি সমাপনী বক্তব্যের মধ্যে বলেন:বদলগাছী মডেল প্রেস ক্লাব তাদের লিখার মধ্যে দিয়ে সমাজের উন্নয়ন মূলক কাজ করে যাবে এবং আগামীতে বদলগাছী মডেল প্রেসক্লাব তাদের লিখার মধ্যে দিয়ে গণমাধ্যম হিসেবে সুন্দর একটি জায়গা করে নিবে এই উপজেলার মানুষের হৃদয়ে।
 
                        



 
    
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
 
    
 
    
 
    
 
    
 
    
                                        
                                     
    
 
    
 
    
