বুড়িচং উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা
কুমিল্লার বুড়িচং উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে

মোঃ আবদুল্লাহ বুড়িচংকুমিল্লার বুড়িচং উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর ) সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার সম্মেলন কক্ষে এ সভায় সভাপতিত্ব করেন বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তানভীর হোসেন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী আলিফ আহম্মেদ অক্ষর, কৃষি অফিসার মোছাম্মৎ আরফিন আক্তার, প্রানিসম্পদ কর্মকর্তা ডাঃ আতিকুর রহমান, সমাজসেবা কর্মকর্তা মোঃ আব্দুল মান্নান, প্রকল্প কর্মকর্তা যোবায়ের হাসান, সমবার বাস্তবায়ন কর্মকর্তা মীর হোসেন,বুড়িচং প্রেসক্লাবের সাবেক সভাপতি মোসলেহ উদ্দিন,বুড়িচং থানায় সেকেন্ড অফিসার রাকিবুল হাসান,মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতেমা জোহরা, আনসার ভিডিপি কর্মকর্তা আজহার, বিজিবি প্রতিনিধি মোবারক , পীরযাত্রাপুর ইউনিয়ন পরিষদের প্রতিনিধি আবদুল হক, ভারেল্লা দক্ষিণ ইউনিয়ন পরিষদের প্রতিনিধি রাছেল, রাজাপুর ইউনিয়ন পরিষদের প্রতিনিধি সহ আরও অনেকে।
সভায় আইনশৃ-ঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসন, পুলিশ ও জনপ্রতিনিধিদের সমন্বিতভাবে কাজ করতে হবে। মাদক ও অপরাধ দমনে নিয়মিত অভিযান জোরদার করার পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।
এছাড়াও অবৈধ ড্রেজার দিয়ে মাটি উত্তোলনের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।




