তারেক রহমানের আগমনে শিবগঞ্জে মিষ্টি বিতরণ
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগমনকে কেন্দ্র করে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে মিষ্টি বিতরণ করা হয়েছে

শিবগঞ্জ প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগমনকে কেন্দ্র করে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে মিষ্টি বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বিকেলে শিবগঞ্জ উপজেলা বিএনপির উদ্যোগে উপজেলা চত্তরের বিভিন্ন এলাকা ঘুরে মিষ্টি বিতরণ করা হয়। এসময় উচ্ছাস ছড়িয়ে পড়ে এলাকাজুড়ে। পরে আনন্দ র্যালি বের করেন স্থানীয়রা।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আসরাফুল আলম রশীদ, স্থানীয় বিএনপি কর্মী রাহাত, আব্দুল হান্নান, ফয়সাল মাহমুদ সহ উপজেলা ও পৌরসভা বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মীরা।




