তাহফিজুল কুরআন ছাত্র সংসদের উদ্যেগে কোরআন প্রতিযোগীতা

গত ২৫ ডিসেম্বর হিফজুল কুরস্থান প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে

তাহফিজুল কুরআন ছাত্র সংসদের উদ্যেগে কোরআন প্রতিযোগীতা

বুড়িচং কুমিল্লা প্রতিনিধি:কুমিল্লার লালমাই উপজেলার যুক্তিখোলা বাজার সাধুর কলমিয়া এলাকায় তাহফিজুল কুর আনিল কারিম ইন্টারন্যাশনাল মাদ্রাসা ও তাহফিজুল কুরআন ছাত্র সংসদ এর উদ্যেগে গত ২৫ ডিসেম্বর হিফজুল কুরস্থান প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে।

কুমিল্লার বুড়িচং উপজেলার মোকাম ইউনিয়নের নিমসার আর রায়হান ইন্টারন্যাশনাল হিফজ মাদ্রাসার শিক্ষার্থী মোঃ আরাফাত হুসাইন প্রথম স্থান অধিকার করেছে।

জানা যায়, জেলার লালমাই উপজেলার যুক্তিখোলা বাজার সাধুর কলমিয়া এলাকায় তাহফিজুল কুর আনিল কারিম ইন্টারন্যাশনাল মাদ্রাসা ও তাহফিজুল কুরস্থান ছাত্র সংসদ এর উদ্যেগে গত ১৫ ডিসেম্বর হিফজুল কুরস্থান প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে। এতে সারাদেশ থেকে শতাধিকহিফজ পড়ুয়া প্রতিযোগী অংশ নেয়। আরাফাত তার সুমধুর কণ্ঠ, শুদ্ধ ও নির্মূল তেলোয়াত করে উপস্থিত বিচারকমন্ডলীর নজরে আসেন এবং প্রথম স্থান লাভ করেন। পুরষ্কার হিসেবে প্রতিযোগীতার আয়োজকবৃন্দ বিজয়ী আরাফাত কে একটি স্ট্রীজ, ক্রেষ্ট ও মেডেল প্রদান করেন। আরাফাত হুসাইনের এমন গৌরবে নিমসার আর রায়হান ইন্টারন্যাশনাল হিফজ মাদ্রাসার সকল ছাত্র শিক্ষকমন্ডলী ও আরাফাতের বাবা মা খুশি হয়েছেন।