হবিগঞ্জে ভারতীয় গাঁজাসহ ফুচকা জব্দ

হবিগঞ্জ ব্যাটালিয়ন ৫৫ বিজিবি সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ ভারতীয় গাঁজা ও ফুচকা জব্দ করেছে

হবিগঞ্জে ভারতীয় গাঁজাসহ ফুচকা জব্দ

হবিগঞ্জ প্রতিনিধিঃ হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ ভারতীয় গাঁজা ও ফুচকা জব্দ করেছে। যার মূল্য প্রায় দুই লাখ সত্তর হাজার টাকা।

শনিবার (১৮ অক্টোবর) দিবাগত রাতে এসব তথ্য নিশ্চিত করেন হবিগঞ্জ ব্যাটালিয়নের (৫৫ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান।

এর আগে শুক্রবার (১৭ অক্টোবর) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি জানতে পারে যে, হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার সাতছড়ি বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকা দিয়ে অবৈধ পথে ভারতীয় মাদকদ্রব্য প্রবেশ করবে। ওই সংবাদের প্রেক্ষিতে সাতছড়ি বিওপির একটি বিশেষ টহলদল চা বাগান এলাকায় কৌশলগতভাবে অবস্থান নেয়। সন্ধ্যায় টহলদল ওই এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ৪০ কেজি ভারতীয় গাঁজা জব্দ করে।

এছাড়াও মধ্যরাতে মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার সিন্দুরখান বিওপির টহলদল টিলাগাঁও নামক এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন পরিত্যক্ত অবস্থায় বিপুল পরিমাণ ভারতীয় ফুচকা জব্দ করে।