বরিশালে টিডিপি মৌলিক প্রশিক্ষণ ২য় ধাপ সমাপনী অনুষ্ঠান
শান্তি শৃঙ্খলা উন্নয়ন নিরাপত্তায় সর্বত্র আমরা এই স্লোগানকে সামনে রেখে বরিশালে টিডিপি মৌলিক প্রশিক্ষণ ২য় ধাপ, ১০ দিনব্যাপী সমাপনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

মোঃ সজিব সরদার পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ শান্তি শৃঙ্খলা উন্নয়ন নিরাপত্তায় সর্বত্র আমরা এই স্লোগানকে সামনে রেখে বরিশালে টিডিপি মৌলিক প্রশিক্ষণ ২য় ধাপ, ১০ দিনব্যাপী সমাপনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
বৃহস্পতিবার (২৯ মে) বরিশাল সদর পৌরসভার কাশিপুর স্কুল এন্ড কলেজ হল রুমে টিডিপি মৌলিক প্রশিক্ষণ- ২য় ধাপ সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
বরিশাল সদর উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা রাবেয়া সুলতানা নাজমা,বিভিএমএস এর
সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী আনসার ব্যাটালিয়ন পরিচালক সদন চাকমা,বিভিএম। বিশেষ অথিতি হিসাবে উপস্থিত ছিলেন বরিশাল জেলা কমান্ড্যান্ট মোঃ নাহিদ হাসান জনি, বিএএম।
সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। তিনি বলেন, প্রশিক্ষণ লব্ধ জ্ঞানকে কাজে লাগিয়ে আত্ম কর্মসংস্থান সৃষ্টি ও একজন দক্ষ স্বেচ্ছাসেবী হিসাবে কাজ করা এবং দেশের আর্থ সামাজিক উন্নয়নে ভূমিকা রাখার জন্য সকলের প্রতি আহ্বান জানান। এবং সকলকে জাতীয়, সামাজিক ও ব্যক্তিগত পর্যায় বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর স্লোগান ‘শান্তি, শৃঙ্খলা, উন্নয়ন ও নিরাপত্তা’ বিধানে নতুন যোগদানকারী সদস্যদের কাজ করার জন্য আহবান জানান।
সমাপনী অনুষ্ঠান শেষে প্রধান অতিথি ৩২ জন পুরুষ ও ৩২ জন মহিলা মোট ৬৪ জন প্রশিক্ষণার্থীদের মাঝে প্রশিক্ষণ সনদ এবং চৌকশ প্রশিক্ষণার্থীদের মাঝে ক্রেস্ট প্রদান করেন।