দুমকিতে গণছুটির কারণে বিদ্যুৎ অফিস অচল-ভোগান্তিতে সাধারণ জনগণ
পটুয়াখালীর দুমকি উপজেলার পল্লী বিদ্যুৎ সাব-জোনাল অফিসে চলছে কার্যত অচলাবস্থা। অফিসের মোট ২৬ জন জনবল থেকে ২২ জনই গণছুটিতে থাকায় পুরো কার্যক্রমে স্থবিরতা নেমে এসেছে।

মোঃ সজিব সরদার পটুয়াখালী জেলা প্রতিনিধি: পটুয়াখালীর দুমকি উপজেলার পল্লী বিদ্যুৎ সাব-জোনাল অফিসে চলছে কার্যত অচলাবস্থা। অফিসের মোট ২৬ জন জনবল থেকে ২২ জনই গণছুটিতে থাকায় পুরো কার্যক্রমে স্থবিরতা নেমে এসেছে। অফিসে উপস্থিত থাকলেও স্বাস্থ্যগত কারণে দায়িত্ব পালনে অপারগতা প্রকাশ করেছেন প্রকৌশলী ও ইনচার্জ মোঃ ইমরান হোসেন।
প্রকৌশলী মোঃ ইমরান হোসেন বলেন, “আমার অফিসে ২৫ জন কর্মচারী ও আমি নিজেসহ মোট ২৬ জনের মধ্যে শুধু একজন ক্যাশিয়ার, একজন ড্রাইভার ও একজন ক্লিনার কর্মরত রয়েছেন। বাকি ২২ জনই গণছুটিতে রয়েছেন।” তিনি আরও জানান, “আমি নিজেও বর্তমানে অসুস্থ, তাই অফিস চালানো প্রায় অসম্ভব হয়ে পড়েছে।”
প্রশাসনিক নির্দেশনা সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, “গণছুটি বাতিল করে পুনরায় অফিস চালুর বিষয়ে এখন পর্যন্ত কোনো ঊর্ধ্বতন নির্দেশনা পাইনি।
জানা গেছে, ৭ সেপ্টেম্বর ২০২৫ থেকে পল্লী বিদ্যুৎ সমিতির আওতাধীন সারাদেশে কর্মরত কর্মকর্তা-কর্মচারীরা চার দফা দাবিতে অনির্দিষ্টকালের জন্য গণছুটিতে যান। এতে করে দেশের বিভিন্ন অঞ্চলের মতো দুমকির সাব-জোনাল অফিসেও বিদ্যুৎ সেবা কার্যক্রম মারাত্মকভাবে বিঘ্নিত হচ্ছে। এরফলে চরম ভোগান্তিতে পড়েছেন গ্রাহকরা।