দুমকিতে মানবকল্যাণ যুব সংসদের শীতবস্ত্র বিতরণ
পটুয়াখালীর দুমকি উপজেলার লেবুখালী মানবকল্যাণ যুব সংগঠনের উদ্যোগে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
মোঃ সজিব সরদার পটুয়াখালীর জেলা প্রতিনিধিঃ পটুয়াখালীর দুমকি উপজেলার লেবুখালী মানবকল্যাণ যুব সংগঠনের উদ্যোগে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার(১১ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৫টায় লেবুখালী হোটেল বিরতিতে আয়োজিত অনুষ্ঠানে মানবকল্যাণ যুব সংগঠনের সভাপতি জাহিদুল ইসলাম রুবেলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শামীম আহমেদ সাগরের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির ভাইস-চেয়ারম্যান, সাবেক স্বরাষ্ট্র ও বাণিজ্যমন্ত্রী এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান।পটুয়াখালী জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাকসুদ আহমেদ বায়েজিদ পান্না, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এ্যাড. ওয়াহিদ সরোয়ার কালাম,কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সাধারণ সম্পাদক মজিবুর রহমান,কেন্দ্রীয় জিয়া পরিষদের সহ সাংগঠনিক সম্পাদক ও বিশিষ্ট ব্যবসায়ী বশির আহমেদ তালুকদার।
এ ছাড়াও উপস্থিত ছিলেন সহকারী অধ্যাপক শাহরিয়ার শারমিন,পবিপ্রবির আইন উপদেষ্টা এডভোকেট আনিসুর রহমান।
প্রধান অতিথির বক্তব্যে আলতাফ হোসেন চৌধুরী বলেন, “বিএনপি দেশের বৃহত্তম জনসমর্থিত রাজনৈতিক দল। আর্তমানবতার সেবাকে অগ্রাধিকার দিয়েই দলটি মানুষের পাশে কাজ করে যাচ্ছে।” তিনি আগামী নির্বাচনে ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য নেতা-কর্মী ও স্থানীয় জনগণের প্রতি আহ্বান জানান।

আলোচনা সভা শেষে প্রধান অতিথি শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন দুমকি উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক মতিউর রহমান দিপু, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর প্রেস সেক্রেটারি ও পবিপ্রবির সিনিয়র ডেপুটি ডিরেক্টর মো. মাহফুজুর রহমান সবুজ,শারীরিক শিক্ষা বিভাগের পরিচালক ড. আমিনুল ইসলাম টিটো, জিয়া পরিষদ কর্মকর্তা ইউনিট সভাপতি মো. আবুবকর সিদ্দিক, সাধারণ সম্পাদক কৃষিবিদ হাচিব মোহাম্মদ তুষার, যুগ্ম সম্পাদক ড. রাহাত মাহমুদ, সাংগঠনিক সম্পাদক শাহাদাত হোসেন নান্টু, এ্যাড. মাকসুদুর রহমান, যুবদল নেতা বাপ্পি, স্বেচ্ছাসেবক দল নেতা আলমগীর হোসেন ও নুরুল আমিন।
এ ছাড়া দুমকি উপজেলা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মী উপস্থিত ছিলেন।



