পবিপ্রবি'র ফিশারিজ টেকনোলজি বিভাগের উদ্যোগে সেমিনার

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) ফিশারিজ অনুষদের ফিশারিজ টেকনোলজি বিভাগের উদ্যোগে "Development Noninvasive and Eco-friendly technology for seafood quality and safety fluorescence fingerprint coupled Chemometrics" শীর্ষক ওয়ার্কশপ

পবিপ্রবি'র ফিশারিজ টেকনোলজি বিভাগের উদ্যোগে সেমিনার

মোঃ সজিব সরদার পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) ফিশারিজ অনুষদের ফিশারিজ টেকনোলজি বিভাগের উদ্যোগে "Development Noninvasive and Eco-friendly technology for seafood quality and safety fluorescence fingerprint coupled Chemometrics"  শীর্ষক ওয়ার্কশপ অনুষ্ঠিত।

‎বৃহস্পতিবার( ২০ নভেম্বর) বিকেল ৩ টায় বিশ্ববিদ্যালয় টিএসসি কনফারেন্স হলে অনুষ্ঠিত হয়েছে।

‎প্রফেসর ড.মো: মিজানুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড.কাজী রফিকুল ইসলাম। 

‎বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান,ট্রেজারার প্রফেসর মো: আব্দুল লতিফ,ফিশারিজ অনুষদের ডিন (ভারপ্রাপ্ত)প্রফেসর ড.মো: লোকমান আলী,  বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের হিট প্রকল্পের সিনিয়র ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট স্পেশালিস্ট মো: মনসুরুজ্জামান খান। 

‎প্রধান অতিথির বক্তব্যে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড.কাজী রফিকুল ইসলাম বলেন,বিশ্ববিদ্যালয়ের গবেষণা প্রকল্প আরো সম্প্রসারণ করতে হবে। 

‎আমাদের বিশ্ববিদ্যালয় প্রশাসন সবসময় গবেষণা সুবিধা বৃদ্ধিতে অগ্রাধিকার দিচ্ছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে। তিনি শিক্ষকদের একাডেমিক কার্যক্রমের পাশাপাশি গবেষণার দিকে মনোযোগী হবার আহ্বান জানান।

‎সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন হিট প্রজেক্টের পবিপ্রবি'র উপ-প্রকল্প পরিচালক  প্রফেসর ড.মো: মিজানুর রহমান।উক্ত ওয়ার্কশপে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন,রেজিস্ট্রার,বিভাগীয় চেয়ারম্যান, শিক্ষক,কর্মকর্তা,চাষীসহ শতাধিক প্রতিনিধি  অংশগ্রহণ করেন।