দুমকিতে বাকবিতান্ডতার জেরে,ছাত্রদল নেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগ
মামার সঙ্গে বাকবিতন্ডতার জেরে পটুয়াখালীর দুমকি উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক মোঃ নেছার মাহমুদের বিরুদ্ধে চাঁদা দাবিসহ ২ ড্রেজার শ্রমিককে পিটিয়ে জখম করার অভিযোগ উঠেছে।
![দুমকিতে বাকবিতান্ডতার জেরে,ছাত্রদল নেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগ](https://chapaipress.com/uploads/images/202502/image_750x_67a20558b72e5.jpg)
মোঃ সজিব সরদার পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ মামার সঙ্গে বাকবিতন্ডতার জেরে পটুয়াখালীর দুমকি উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক মোঃ নেছার মাহমুদের বিরুদ্ধে চাঁদা দাবিসহ ২ ড্রেজার শ্রমিককে পিটিয়ে জখম করার অভিযোগ উঠেছে।
সোমবার (৩ফেব্রুয়ারী) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার লেবুখালী ইউনিয়নের কার্ত্তিকপাশা গ্রামের বুদ্ধিজীবীর মোড় এলাকায় এ হামলার ঘটনা ঘটে।
সূত্র জানায়, উপজেলার কার্তিকপাশা গ্রামের মোঃ ইদ্রিস শিকদার ব্যবসার জন্য কামাল নামের এক ড্রেজার ব্যবসায়ির কাছে বালু ক্রয় করে বুদ্ধিজীবীর মোড় এলাকায় একটি খলায় জমা করেন। একই এলাকার রুস্তম আলী হাওলাদারের ছেলে অভিযুক্ত নেছার মাহমুদ মৌকরণ-দুমকি রাস্তার ওপর দিয়ে পাইপ না বসিয়ে বরং ভেতর দিয়ে স্থায়ীভাবে একটি পাইপ ফিটিংস করে নেওয়ার জন্য ইদ্রিস শিকদারকে বলেন। পরবর্তীতে এনিয়ে ড্রেজার শ্রমিক কবির শিকদার ও আবুল কাজী বাকবিতন্ডায় লিপ্ত হন নেছারের সঙ্গে। একপর্যায়ে তাদের মধ্যে হাতাহাতি হয় এবং আহত কবির শিকদার ও আবুল কাজীকে উদ্ধার করে পটুয়াখালী সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন স্থানীয়রা।
জানতে চাইলে চাঁদা দাবির বিষয়টি অস্বীকার করে নেছার মাহমুদ বলেন, ইদ্রিস শিকদার আমার মায়ের আপন মামাতো ভাই। সে সম্পর্কে আমার মামা। এই রাস্তায় প্রায়ই দূর্ঘটনা ঘটে এ কথা উল্লেখ করে তাকে স্থায়ীভাবে রাস্তার ভেতর দিয়ে একটি লাইন করার অনুরোধ করি। আসলে এ বিষয় নিয়ে ড্রেজারের লোকজনের সাথে সামান্য বাকবিতন্ডাতা হয়েছে।
দুমকি থানার অফিসার ইনচার্জ মো: জাকির হোসেন বলেন, এ বিষয়ে দুমকি থানায় একটি মামলা হয়েছ। তদন্ত সাপেক্ষে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।