নবনিযুক্ত ইউএনও’র সাথে দুমকিতে পেশাজীবীর মতবিনিময় 

পটুয়াখালীর দুমকি উপজেলায় সদ্য যোগদানকৃত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছাঃ ফরিদা সুলতানার সাথে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিদের এক মতবিনিময় সভা

নবনিযুক্ত ইউএনও’র সাথে দুমকিতে পেশাজীবীর মতবিনিময় 

মোঃ সজিব সরদার পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ পটুয়াখালীর দুমকি উপজেলায় সদ্য যোগদানকৃত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছাঃ ফরিদা সুলতানার সাথে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

‎বৃহস্পতিবার (০৪ নভেম্বর) বেলা ১১টায় উপজেলা পরিষদের সভাকক্ষে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভার শুরুতে পরিচয়পর্ব অনুষ্ঠিত হয়।

‎এ সময় উপস্থিত ছিলেন—উপজেলা প্রকৌশলী মোঃ মনিরুজ্জামান, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সুনীল চন্দ্র দেবনাথ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ আলী, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ শহিদুল ইসলাম, পল্লী সঞ্চয় ব্যাংকের ব্যবস্থাপক মোঃ আল আমিন, উপজেলা বিএনপির সভাপতি মোঃ খলিলুর রহমান, জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মোঃ জালাল আহমেদ, ইসলামী আন্দোলনের সভাপতি মাওলানা আব্দুর রব, উপজেলা গণঅধিকার পরিষদের সদস্য সচিব মোঃ নাসির উদ্দীন, পল্লী সেবা সংঘের পরিচালক হোসাইন আহমাদ কবির, সরকারি জনতা কলেজের অবসরপ্রাপ্ত শিক্ষক অধ্যাপক আসাদুজ্জামান।

‎এছাড়াও উপস্থিত ছিলেন দুমকি প্রেসক্লাবের সভাপতি মোঃ আবুল হোসেন, সাধারণ সম্পাদক মোঃ সাইদুর রহমান খান, সাংবাদিক দেলোয়ার হোসেন ও কামাল হোসেন, নতুন বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মোঃ সহিদুল ইসলাম সহিদ সরদার, পীরতলা বাজার বণিক সমিতির সভাপতি মোঃ বশির উদ্দিন, ছাত্র প্রতিনিধি দুর্জয় ও আমিনুল ইসলামসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগন উপস্থিত ছিলেন।

‎মতবিনিময়ের সময় নবনিযুক্ত ইউএনও মোছাঃ ফরিদা সুলতানা সকলের সহযোগিতা কামনা করে বলেন, সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে দুমকি উপজেলাকে একটি আদর্শ ও জনবান্ধব উপজেলায় রূপান্তর করা সম্ভব।