দুমকীতে জমিজমার বিরোধে বড় ভাইয়ের ছুরিকাঘাতে ছোট ভাই গুরুতর আহত

পটুয়াখালীর দুমকী উপজেলায় জমিজমার বিরোধের জেরে, বড় ভাইয়ের ছুরিকাঘাতে গুরুতর আহত হয়েছেন ছোট ভাই।

দুমকীতে জমিজমার বিরোধে বড় ভাইয়ের ছুরিকাঘাতে ছোট ভাই গুরুতর আহত

মোঃ সজিব সরদার পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ পটুয়াখালীর দুমকী উপজেলায় জমিজমার বিরোধের জেরে, বড় ভাইয়ের ছুরিকাঘাতে গুরুতর আহত হয়েছেন ছোট ভাই। 

‎শুক্রবার (১৬ মে) বিকেলে উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের দক্ষিণ দুমকী গ্রামে এ ঘটনা ঘটে।

‎আহত হোসেন মৃধাকে (৬০) প্রথমে দুমকী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে অবস্থার অবনতি হলে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

‎স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শী জাহাঙ্গীর হাওলাদার বলেন, “হোসেন মৃধা বাড়ির উঠানে আমার সাথে বাদাম খুঁটছিলেন। এ সময় তার বড় ভাই নূর ইসলাম মৃধা (৬৫) ঘর থেকে বেরিয়ে হুমকি দিয়ে বলেন, ‘চেরাগি আলী-খালেক যেভাবে খুন হয়েছে, তুমিও সেভাবে খুন হবে’। এরপর উত্তপ্ত বাক্য বিনিময়ের একপর্যায়ে নূর ইসলাম একটি ধারালো ছুরি দিয়ে হোসেন মৃধাকে আঘাত করেন।

‎আরেক প্রতিবেশী জুয়েল মৃধা বলেন, “দুই ভাইয়ের মধ্যে দীর্ঘদিন ধরেই জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিল। স্থানীয় গণ্যমান্যরা কয়েকবার মীমাংসার চেষ্টা করলেও তাতে কাজ হয়নি।

‎দুমকী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন দৈনিক গণকন্ঠ কে বলেন,  অভিযুক্ত নূর ইসলাম বর্তমানে থানা হেফাজতে রয়েছেন।  তার বিরুদ্ধে দুমকি থানায় মামলা প্রক্রিয়াধীন। 

‎এ ঘটনায় স্থানীয়দের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।