দুমকীতে মোটরসাইকেল দুর্ঘটনায় শিক্ষার্থী নিহত
পটুয়াখালীর দুমকীতে মোটরসাইকেল দূর্ঘটনায় প্রাণগেল যুবায়ের (২০) নামের এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর।
মোঃ সজিব সরদার পটুয়াখালী জেলা প্রতিনিধি : পটুয়াখালীর দুমকীতে মোটরসাইকেল দূর্ঘটনায় প্রাণগেল যুবায়ের (২০) নামের এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর।
বৃহস্পতিবার(২০ নভেম্বর) রাত পৌনে সাতটার দিকে দুমকীর মাদ্রাসা ব্রীজ এলাকায় এ দূর্ঘটনা ঘটে।
যুবায়ের রাজবাড়ী জেলার পাংশা উপজেলার কালাম বিশ্বাসের ছেলে। তাঁর বাবা পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কর্মচারী। সে বরিশাল গ্লোবাল ইউনিভার্সিটির স্নাতক প্রথম বর্ষের শিক্ষার্থী।
জানাগেছে সন্ধ্যার দিকে যুবায়ের নিজ মোটরসাইকেলযোগে উপজেলার পাগলা থেকে দুমকীর দিকে আসছিলেন। পথিমধ্যে মাদ্রাসা ব্রীজ এলাকায় লোহার পাইপ বহনকারী অটোরিকশার সাথে ধাক্কালেগে গুরুতর আহত হয়।
স্থানীয়রা উদ্ধার করে দুমকী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন মোটরসাইকেলে থাকা অপর গুরুতর আহত জিহাদ(২০) কে বরিশাল শেরই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।
দুমকী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো.জাকির হোসেন জানান,খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।



