‎নবীগঞ্জে সরকারি খাস জমি উদ্ধার ‎

‎হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় সরকারি খাস জমি দখল ও অবৈধ দালান নির্মাণের বিরুদ্ধে উপজেলা প্রশাসন

‎নবীগঞ্জে সরকারি খাস জমি উদ্ধার  ‎

স্বপন রবি দাশ হবিগঞ্জ প্রতিনিধি:‎হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় সরকারি খাস জমি দখল ও অবৈধ দালান নির্মাণের বিরুদ্ধে উপজেলা প্রশাসন।

শনিবার (১৩ ডিসেম্বর) দুপুরে অভিযান পরিচালনা করেছে। অভিযানে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রত্যয় হাশেমের নেতৃত্বে ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৩ অনুযায়ী সরকারি খাস জমি উদ্ধার করা হয়।

‎অভিযানকালে বুরহানপুর মৌজা (জেএল নং–৪৭) বুরহানপুর গ্রামে ১ নং খাস খতিয়ানের ৪৯৮ নং দাগে অবস্থিত সরকারি খাস জমিতে অবৈধ দালান নির্মাণ কাজ চলমান অবস্থায় ধরা পড়ে। স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও পথচারীদের উপস্থিতিতে অবৈধ স্থাপনা ভেঙে ফেলা হয়।

‎প্রায় ১৮ শতক সরকারি খাস জমি দখলমুক্ত করে বাংলাদেশ সরকারের পক্ষে মাননীয় জেলা প্রশাসক, হবিগঞ্জ-এর প্রতিনিধিত্বে ইনাতগঞ্জ ভূমি উপ-সহকারী কর্মকর্তার কাছে হস্তান্তর করা হয়েছে।

‎প্রশাসন সূত্র জানায়, অভিযুক্তদের আগেই একাধিকবার সরকারি নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল। তবে তারা নির্দেশ অমান্য করে নির্মাণকাজ চালিয়ে যাচ্ছিল। অভিযান সংক্রান্ত খবর পেয়ে সংশ্লিষ্টরা ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়ায় কাউকে অর্থদণ্ড বা কারাদণ্ড দেয়া সম্ভব হয়নি।

‎নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রত্যয় হাশেম বলেন, “সরকারি খাস জমি দখল ও অবৈধ স্থাপনার বিরুদ্ধে আমাদের কঠোর অবস্থান অব্যাহত থাকবে। এ ধরনের অভিযান নিয়মিতভাবে চালানো হবে।”