যাদের ভিত্তি দুর্বল তারা পিআর পদ্ধতির নির্বাচন চায়-আশরাফ

যাদের ভিত্তি দুর্বল তারা পিআর পদ্ধতির নির্বাচন দাবি করছে বলে মন্তব্য করেছেন চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের বিএনপির মনোনয়নপ্রত্যাশী ও সাবেক গোমস্তাপুর উপজেলা চেয়ারম্যান আশরাফ হোসেন আলিম।

যাদের ভিত্তি দুর্বল তারা পিআর পদ্ধতির নির্বাচন চায়-আশরাফ

চাঁপাই প্রেস ডেস্ক:যাদের ভিত্তি দুর্বল তারা পিআর পদ্ধতির নির্বাচন দাবি করছে বলে মন্তব্য করেছেন চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের বিএনপির মনোনয়নপ্রত্যাশী ও সাবেক গোমস্তাপুর উপজেলা চেয়ারম্যান আশরাফ হোসেন আলিম।

শনিবার (১১ অক্টোবর) সন্ধ্যায় জেলার গোমস্তাপুর উপজেলার খয়রাবাদ এলাকায় নির্বাচনী মোটরসাইকেল শোডাউন শেষে এক পথসভায় এ মন্তব্য করেন তিনি। 

তিনি বলেন, পিআর পদ্ধতির নির্বাচন একটি দলের প্রস্তাব মাত্র। এই দাবিতে প্রমান হয় তাদের ভিত্তি দুর্বল। কারণ পিআর পদ্ধতিতে কে সংসদ সদস্য হবে মানুষ আগে জানতে পারবেনা। সে ক্ষেত্রে বলা যায় পিআর পদ্ধতির নির্বাচন একটি অযৌক্তিক দাবি। এসব দাবি সাধারণ মানুষের কাছে গ্রহণযোগ্য নয়।

আশরাফ হোসেন আলিম বলেন, আমি চেয়ারম্যান ছিলাম। পরে উপজেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলাম। সে সময়ে আমি ব্যাপক মানুষদের পাশে দাড়িয়েছি। এলাকার উন্নয়ন করেছি। তাই সংসদ সদস্য হয়ে মানুষের আরও কাছাকাছি থাকতে চাই।