একজন জনবান্ধব ওসি মোজাফফর হোসেন

১৯৯৯ সালে ৭ ডিসেম্বর এসআই পদে পুলিশ বিভাগে যোগদান করেন যোগদানের পর থেকেই ভালো কাজের স্বীকৃতি স্বরুপ ডিআইজি পদকসহ বিভিন্ন পদকে ভূষিত হয়েছেন জনবান্ধব ওসি মোজাফফর হোসেন

একজন জনবান্ধব ওসি মোজাফফর হোসেন

জনবান্ধব ওসি মোজাফফর হোসেন ২০২০ সালের ২৭ জুলাই চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ওসি হিসেবে যোগ দিয়েছিলেন মো. মোজাফফর হোসেন। যোগদানের পর থেকেই তিনি অস্ত্র,মাদক,চোরাচালান,চুরি,ডাকাতি,ছিনতাই, চাঁদাবাজি এবং নারী নির্যাতন বন্ধে কঠোর অবস্থানে ছিলেন। প্রাণঘাতী করোনা ভাইরাস মোকাবিলায় সকাল থেকে রাত পর্যন্ত ছুটে বেড়িয়েছেন বিপদাপন্ন মানুষের দ্বারে দ্বারে।

দুই বছরে চাঁপাইনবাবগঞ্জে দায়িত্ব পালনকালে সাধারণ মানুষের কাছে একজন মানবিক পুলিশ কর্মকর্তা হিসেবে পরিচিতি পেয়েছেন এবং তিনি রাজশাহী রেঞ্জে শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ ওসি হিসেবে দুইবার নির্বাচিত হন।

চাঁপাইনবাবগঞ্জের আইন শৃঙ্খলা ব্যবস্থার উন্নতি এবং সবার জন্য আইনের সমান অধিকার প্রতিষ্ঠা করে পুলিশ সম্পর্কে প্রচলিত ধারণা বদলে দিয়েছেন ওসি মোজাফফর হোসেন। ২০২২ সালের (৩ সেপ্টেম্বর) বিদায়জনিত কারণে সমাপ্তি হয়েছে।

সম্প্রতি নওগাঁ জেলায় বদলী হয়েছেন তিনি। সকল আবেগের ঊর্দ্ধে উঠে বিদায় নিচ্ছেন চাঁপাইনবাবগঞ্জের সাধারণ মানুষের কাছে আস্থা ও ভালোবাসার প্রিয় মানুষ হয়ে ওঠা প্রজাতন্ত্রের এই কর্মকর্তা।আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য হয়েও শুধু নির্দিষ্ট গন্ডির মধ্যে সীমাবদ্ধ না থেকে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে এসেছিলেন চাঁপাইনবাবগঞ্জের মানুষের কাছে।

মোজাফফর হোসেন ওসি হিসাবে অত্যন্ত দক্ষতা এবং সততার সাথে দায়িত্ব পালন করেন। তিনি চাঁপাইনবাবগঞ্জের মানুষের কাছে সবচেয়ে জনপ্রিয় এবং মানবিক একজন পুলিশ কর্মকর্তা ছিলেন। দায়িত্ব পালনে অত্যন্ত সুনাম ও আস্থা অর্জন করতে সক্ষম হয়েছেন তিনি। চাঁপাইনবাবগঞ্জের সব শ্রেণি-পেশার মানুষ তাকে আমৃত্যু মনে রাখবেন। 

জনবান্ধব ওসি মোজাফফর হোসেন চাঁপাইনবাবগঞ্জ থেকে নওগাঁ জেলার সবচেয়ে ব্যস্ততম এবং গুরুত্বপূর্ণ মহাদেবপুর থানায় ২০২২ সালের ১১ অক্টোবর তিনি অফিসার ইনচার্জ ওসি হিসেবে যোগদান করেন। মহাদেবপুর থানায় তিনি ১৪ মাস অফিসার ইনচার্জ ওসি হিসেবে কর্মরত ছিলেন। কর্মরত থাকাকালীন সময়ে অসংখ্য ক্লোলেন্স মামলার রহস্য উদঘাটন ও আসামী গ্রেফতার করেন এবং চুরি,ডাকাতি,ছিনতাই,হত্যা,মাদক,অস্ত্রসহ সার্বিক মামলার আসামিসহ মালামাল উদ্ধার করেন। মিটার চুরি চোরদের সঙ্ঘবদ্ধ দলকে গ্রেফতার করেন ও গরু চুরির সঙ্ঘবদ্ধ চোরদের দলকে গ্রেফতার করেন এবং ১৪ লক্ষ্য টাকা ছিনতাই ঘটনায় টাকা উদ্ধারসহ আসামীকে গ্রেফতার করে তিনি মহাদেবপুর বাসীর কাছে সৎ.সাহসী ও দক্ষ অফিসার হিসেবে সাধারণ মানুষের মনিকোঠায় ঠাঁই করে নিয়েছিলেন এই মানবিক পুলিশ কর্মকর্তা। তার এই সততা ও নিষ্ঠার পেশাদায়িত জন্য মহাদেবপুর থানাবাসীর কাছে আস্থা ও ভালোবাসার প্রিয় মানুষ হয়ে ওঠা প্রজাতন্ত্রের এই পুলিশ কর্মকর্তা মোজাফফর হোসেন।

মোজাফফর হোসেন মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ ওসি হিসেবে কর্মরত থাকাকালীন সময়ে ২০২৩ সালের মার্চ মাসে নওগাঁ জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ ওসি হিসেবে নির্বাচিত হন এরপর তিনি ২০২৩ সালের (৮ডিসেম্বর) শেষ কর্মদিবসেও ভালবাসায় সিক্ত হয়েছেন মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ ওসি মোজাফফর হোসেন। তিনি ছিলেন মানবতার ফেরিওয়ালা একজন সাদা মনের সকলের প্রিয় মানুষ। (৮ ডিসেম্বর) তাঁর কর্মজীবণের শেষ দিনে পুলিশের বিভিন্ন অফিসার ও সদস্যরা তাদের বিদায়ী প্রিয় কর্মকর্তাকে এক নজর দেখার জন্য অফিসে ভীড় জমিয়েছেন ও কুশল বিনিময় করে তাঁর ভবিষ্যৎ জীবনের সমৃদ্ধি ও কল্যান কামনা করেছেন।

এরপর জনবান্ধব ওসি মোজাফফর হোসেন নওগাঁ জেলার মহাদেবপুর থানা থেকে একই জেলার পত্নীতলা থানায় গত ২০২৩ সালের ১০ ডিসেম্বর অফিসার ইনচার্জ ওসি হিসেবে যোগদান করেন তিনি। যোগদানের পর থেকে পত্নীতলা থানার মানুষের নিরাপত্তা ও কল্যাণ সাধনে কাজ করে যাচ্ছেন ও বিভিন্ন অপরাধ নির্মূল করতে এবং আইনশৃংঙ্খলা সমুন্নত রাখতে কাজ করে যাচ্ছেন এই পুলিশ কর্মকর্তা।

২০২৪ সালের (১২ জানুয়ারি)পত্নীতলা থানাধীন একটি অটো চার্জার ছিনতাই করে চলককে হত্যার ৭দিনের মধ্যে আসামী গ্রেফতারসহ অটো চার্জার গাড়ি উদ্ধার করেন ওসি মোজাফফর হোসেন। এরপর তিনি বিভিন্ন অপরাধ দমন,মাদক ও অস্ত্র উদ্ধার,তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী গ্রেফতার, চাঞ্চল্যকর মামলার রহস্য উদঘাটন,ওয়ারেন্ট তামিল, ট্রাফিক ব্যবস্থাপনা,আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ,মামলা নিষ্পত্তি,নারী,শিশু,বয়স্ক ও প্রতিবন্ধী সার্ভিস ডেস্কে সেবা প্রদানসহ সার্বিক বিষয়ে গত ২০২৩ সালের ডিসেম্বর মাসে রাজশাহী রেঞ্জের শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ ওসি নির্বাচিত হয়েছেন পত্নীতলা থানার অফিসার ইনচার্জ ওসি মোজাফফর হোসেন।

২০২৪ সালের (২২ জানুয়ারি) রাজশাহী রেঞ্জের ডিআইজি কার্যালয়ের পদ্মা কনফারেন্স রুমে রাজশাহী রেঞ্জের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (ডিআইজি) মো.আনিসুর রহমান,বিপিএম (বার),পিপিএম (বার) রাজশাহী রেঞ্জের শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ ওসি হিসেবে মোজাফফর হোসেন এর নাম ঘোষণা করেন এবং তাকে সম্মাননা ক্রেস্ট তুলে প্রদান করেন। 

জনবান্ধব ওসি মোজাফফর হোসেন তিনি ওসি হিসেবে বগুড়ার ধুনট থানায়,নওগাঁর মান্দা থানায়,পাবনার বেড়া থানায়,চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায়,নওগাঁর মহাদেবপুর থানায় দায়িত্ব পালনের পর পত্নীতলা থানায় অফিসার ইনচার্জ ওসির দ্বায়িত্ব পালন করছেন এবং তিনি ১৯৯৯ সালে ৭ ডিসেম্বর এসআই পদে পুলিশ বিভাগে যোগদান করেন। যোগদানের পর থেকেই ভালো কাজের স্বীকৃতি স্বরুপ ডিআইজি পদকসহ বিভিন্ন পদকে ভূষিত হয়েছেন জনবান্ধব ওসি মোজাফফর হোসেন।