সাংবাদিক মাহবুব উল ইসলাম আলমগীরের ১৩ম মত্যু বার্ষিকী পালিত

নওগাঁর বদলগাছী উপজেলার প্রয়াত বিশিষ্ট সাংবাদিক, শিক্ষক ও রাজনীতিবিদ মাহবুব উল ইসলাম আলমগীরের ১৩ম মত্যু বার্ষিকী পালিত হয়েছে।

সাংবাদিক মাহবুব উল ইসলাম আলমগীরের ১৩ম মত্যু বার্ষিকী পালিত

এবিএস রতন স্টাফ রিপোর্টার নওগাঁ : নওগাঁর বদলগাছী উপজেলার প্রয়াত বিশিষ্ট সাংবাদিক, শিক্ষক ও রাজনীতিবিদ মাহবুব উল ইসলাম আলমগীরের ১৩ম মত্যু বার্ষিকী পালিত হয়েছে।

 তিনি বদলগাছী প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা ও সভাপতি ছিলেন। বিশিষ্ট এই সাংবাদিক সর্বশেষ জাতীয় দৈনিক সংবাদ ও রাজশাহীর সানালী সংবাদসহ সামাজিক বিভিন্ন কর্মকান্ড কর্মরত ছিলেন। তিনি উপজেলার বেগুণজোয়ার উচ্চ বিদ্যালয়ের শিক্ষকও ছিলেন। 

গতকাল ২৭ মার্চ (বৃহস্পতিবার) মত্যু বার্ষিকী উপলক্ষ্যে বিকেল সাড়ে ৪ টায় উপজেলার কাদিবাড়ি গ্রামে তাঁর নিজ বাসভবনে এক স্মরণসভা, আলোচনা, দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়। 

মরহুমের পারিবারিক উদ্যোগে স্মরণ সভায় বদলগাছী প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক ও দৈনিক সংবাদের বদলগাছী উপজেলা প্রতিনিধি সানজাদ রয়েল সাগরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নওগাঁ জেলা প্রেসক্লাবের সভাপতি এটিএন বাংলা ও এটিএন নিউজের বিশিষ্ট সাংবাদিক রায়হান আলম।

 বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, নওগাঁ জেলা প্রেসক্লাবের সাধারন সম্পাদক বাংলাভিশন ও দৈনিক মানবকন্ঠের সাংবাদিক বেলায়েত হোসেন, কার্যনির্বাহী সদস্য প্রথমআলোর জেলা প্রতিনিধি ওমর ফারুক, বদলগাছী প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক রুবেল হোসেন, এনটিভি অনলাইনের সাংবাদিক মিঠু হাসান, প্রতিদিনের সংবাদের প্রতিনিধি সৈকত সোবহান, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মাসুদ রানা ও সাধারন সম্পাদক নূর ইসলাম প্রমুখ।

আরও উপস্থিত ছিলেন বদলগাছী উপজেলার বিভিন্ন জাতীয় ও আঞ্চলিক পত্রিকায় কর্মরত সাংবাদিকবৃন্দ। 

অন্যান্যদের মধ্য উপস্থিত ছিলেন উপজেলার সরকারি-বেসরকারি অফিসের কর্মকর্তা-কর্মচারী, স্কুল-কলেজের শিক্ষক, বিভিন্ন রাজনৈতিক ও ব্যবসায়ীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। 

স্মরণ সভায় বক্তারা বলেন, সাংবাদিক মাহবুব উল ইসলাম আলমগীর শুধু সাংবাদিক-ই ছিলেন না তিনি একাধারে শিক্ষক, রাজনীতিবিদ ও সমাজ সেবক ছিলেন। তিনি ছিলেন বদলগাছী উপজেলার সকল সাংবাদিকের শিক্ষাগুরু।

মাহবুব উল ইসলাম আলমগীর ১৯৮১ইং সালে প্রথম সাংবাদিকতা শুরু করেন। তিনি উপজেলা জাতীয়পার্টির সভাপতিও ছিলেন, ১৯৮৭ ইং সাল তিনি বেগুনজোয়ার উচ্চ বিদ্যালয়ে শিক্ষকতা শুরু করেন।

স্মরণ সভায় তাঁর বিদায়ী আত্মার শান্তি কামনা করে দোয়া ও মুনাজাত করা হয়। পরে সকলের মাঝে ইফতারি পরিবেশন করা হয়।