নওগাঁয় কষ্টিপাথরসহ ৪জন গ্রেফতার

নওগাঁর মহাদেবপুর উপজেলার হামিদপুর গ্রাম থেকে কষ্টিপাথরের বিষ্ণুমূর্তিসহ ৪ জনকে আটক করেছে র‍্যাব-৫

নওগাঁয় কষ্টিপাথরসহ ৪জন গ্রেফতার

এ.বি.এস রতন স্টাফ রিপোর্টার :নওগাঁর মহাদেবপুর উপজেলার হামিদপুর গ্রাম থেকে কষ্টিপাথরের বিষ্ণুমূর্তিসহ ৪ জনকে আটক করেছে র‍্যাব-৫। গত মঙ্গলবার ২ সেপ্টেম্বর বিকেল সাড়ে ৫ টার দিকে অভিযান চালিয়ে গৌতম চন্দ্র মন্ডল (৪৫), আশিক ইসলাম (৩৯), রুবেল হোসেন (৩৪) এবং দেলোয়ার হোসেন (৩৩) কে আটক করে। বুধবার দুপুরে পাঠানো এক প্রেস রিলিজের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে র‍্যাব।

আটককৃতরা হলো, উপজেলার হামিদপুর গ্রামের মৃত অশ্বিনী কুমারের ছেলে গৌতম চন্দ্র মন্ডল, ভালাইন গ্রামের মো. হোসেন আলীর ছেলে মো. আশিক ইসলাম একই গ্রামের মৃত হামিদুর রহমানের ছেলে মো. রুবেল হোসেন ও মো. আব্দুর রাজ্জাকের ছেলে মো. দেলোয়ার হোসেন।

প্রেস বিজ্ঞপ্তিতে র‍্যাব জানায়, কষ্টিপাথরের বিষ্ণুমূর্তি দেশের বিভিন্ন এলাকা থেকে অবৈধভাবে সংগ্রহ করে সীমান্তবর্তী এলাকা দিয়ে পার্শ্ববর্তী দেশে পাচার করতো এই চক্রটি । এ বিষ্ণুমূর্তিটি পার্শ্ববর্তী দেশে পাচারের উদ্দেশ্যে তাদের কাছে রেখেছে এমন সংবাদের ভিত্তিতে গত কয়েকদিন ধরে র‍্যাব তাদের গতিবিধি পর্যেবক্ষণ শুরু করে। এরপর গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাবের আভিযানিক দল অভিযান চালিয়ে তাদের নিকট থেকে কষ্টিপাথর বিষ্ণুমূর্তি উদ্ধার করতে সক্ষম হয়।

র‍্যাব আরও জানান, আটককৃত আসামিদেরকে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহন করতে মহাদেবপুর থানায় হস্তান্তর প্রক্রিয়াধীন রয়েছে।

এ বিষয়ে মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিন রেজা বলেন, আটককৃত ব্যক্তিদের থানায় হস্তান্তর করা হয়েছে, আইনগত প্রক্রিয়া শেষে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হবে।