নওগাঁ-১ আসনে মনোনয়ন পরিবর্তনের দাবিতে মশাল মিছিল 

নওগাঁ-১ (নিয়ামতপুর–পোরশা–সাপাহার) আসনে বিএনপির প্রাথমিক মনোনীত প্রার্থী মোস্তাফিজুর রহমানের পরিবর্তনের দাবিতে পৃথক স্থানে দুই পক্ষের সমর্থকদের উদ্যোগে মশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে।

নওগাঁ-১ আসনে মনোনয়ন পরিবর্তনের দাবিতে মশাল মিছিল 

এ.বি.এস রতন স্টাফ রিপোর্টার :নওগাঁ-১ (নিয়ামতপুর–পোরশা–সাপাহার) আসনে বিএনপির প্রাথমিক মনোনীত প্রার্থী মোস্তাফিজুর রহমানের পরিবর্তনের দাবিতে পৃথক স্থানে দুই পক্ষের সমর্থকদের উদ্যোগে মশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার সন্ধ্যায় নিয়ামতপুর সদরে কেন্দ্রীয় যুবদলের সাবেক সদস্য মাহমুদ সালেহীনের সমর্থকরা মনোনয়ন পরিবর্তনের দাবিতে মশাল মিছিল বের করেন। একই সময়ে উপজেলার ছাতড়া বিলের রাস্তায় আরেক মনোনয়নবঞ্চিত নেতা নুরুল ইসলামের সমর্থকেরা প্রায় ২ কিলোমিটার সড়ক অবরোধ করে মশাল মিছিল করেন।

উভয় স্থানের নেতাকর্মীরা “বয়কট, বয়কট” ও মনোনয়ন পরিবর্তনের দাবিতে বিভিন্ন স্লোগান দিতে থাকেন। তারা দ্রুত এ আসনে বিএনপির মনোনয়ন পুনর্বিবেচনা করে পরিবর্তন ঘোষণার দাবি জানান।