বদলগাছীতে মাটি খেকুর কবলে ভেঙে পড়েছে সেতু প্রশাসনের নীরব ভূমিকা
সংস্কারের নামে চলছে মাটি ব্যবসা ফলে নষ্ট হচ্ছে গ্রামীন জনপদ বিপদের মধ্যে রয়েছে শিশুরা
এবিএস রতন স্টাফ রিপোর্টার নওগাঁ: নওগাঁর বদলগাছি উপজেলার আধাই পুর ইউনিয়নের বৈকন্ঠপুর গ্রামে পুকুর সংস্কারের নামে চলছে মাটি ব্যবসা ফলে নষ্ট হচ্ছে গ্রামীন জনপদ বিপদের মধ্যে রয়েছে শিশুরা প্রতিদিন প্রায় ১০ থেকে ১৫ টি ট্রাক চলাচল মাটি ব্যবসায়িকের পয়েন্টে
পথচারী আফজাল হোসেন বলে এই রাস্তা দিয়ে মাটি বাহি ট্রাক চলাচলের কারণে ব্রিজ টি ভেঙে পড়েছে। এই ব্রিজ টি ভেঙে যাওয়ায় এই জায়গা বিপদ জনক হয়েছে রাতে আধারে পথচারী দুর্ঘটনায় পড়ার সম্ভাবনা রয়েছে।
গ্রামবাসী বলে মাটি ব্যবসায়ী দুলুর প্রতিদিন ১০ থেকে ১৫ টি ট্রাক চলাচল করার কারণে ব্রিজটি ভেঙে পড়েছে । এই ব্রিজ ভেঙে পড়ার কারণে ঝামেলায় পড়তে হচ্ছে পথচারীর
গ্রামবাসী আরো বলেন ট্রাক চলাচলের কারণে অতিরিক্ত ধুলাবালি হয়েছে রাস্তায় আর ধুলাবালির কারণে নষ্ট হচ্ছে কৃষি ফসল ও অসুস্থতাই পড়তে হচ্ছে শিশুদের প্রশাসন জেনেও কোন আইনি পদক্ষেপ নিচ্ছে না নীরব ভূমিকায় থাকছে প্রশাসন
বদলগাছি উপজেলা নির্বাহী অফিসার ( ইউএনও) মাহবুব হাসান বলেন আমি বিষয়টি দেখব খুব দ্রুতই একটি স্টেপ নিব।