নওগাঁয় পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষে বিএনপির প্রস্তুতি সভা
নওগাঁর মান্দায় উপজেলায় পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষে বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার ১২ই এপ্রিল বিকেলে উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতি মিলনায়তনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মান্দা উপজেলা শাখা কর্তৃক আয়োজিত এ সভা অনুষ্ঠিত হয়।

এবিএস রতন স্টাফ রিপোর্টার : নওগাঁর মান্দায় উপজেলায় পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষে বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার ১২ই এপ্রিল বিকেলে উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতি মিলনায়তনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মান্দা উপজেলা শাখা কর্তৃক আয়োজিত এ সভা অনুষ্ঠিত হয়।
এসময় মান্দা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শামশুল ইসলাম বাদলের সঞ্চালনায় বক্তব্য রাখেন মান্দা উপজেলা বিএনপির আহ্বায়ক ও গনেশপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম বাবুল চৌধুরী,যুগ্ম আহ্বায়ক তোফাজ্জল হোসেন টুকু, মোজ্জামেল হক মকুল, মান্দা উপজেলা বিএনপির সাবেক সভাপতি মকলেছুর রহমান মকে, সাবেক সাধারণ সম্পাদক ইকরামুল বারী টিপু, সাবেক সাংগঠনিক সম্পাদক বেলাল হোসেন খান, আবুল কালাম আজাদ, সাবেক আইন বিষয়ক সম্পাদক এ্যাড.কুমার বিশ্বজিৎ,সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক কাজী আমিনুল ইসলাম এবং মান্দা উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য রফিকুল ইসলাম প্রমূখ।
এসময় মান্দা উপজেলা কৃষকদলের আহবায়ক এমদাদুল হক সুলতান,কুসুম্বা ইউনিয়ন বিএনপির সভাপতি সেলিম মোর্শেদ চৌধুরী, ভালাইন ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল কালাম আজাদ, মান্দা উপজেলা যুবদলের আহবায়ক নূরুল ইসলাম,সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুল জলিল, যুগ্ম আহবায়ক ডি.এম আব্দুল মালেকসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন