নিয়ামতপুরে উন্নয়ন মেলা ও বিশিষ্ট ব্যক্তিদের সম্মাননা প্রদান 

নওগাঁর নিয়ামতপুরে উপজেলা দিবস, উন্নয়ন মেলা ও বিশিষ্ট ব্যক্তিদের সন্মাননা প্রদান করা হয়েছে

নিয়ামতপুরে উন্নয়ন মেলা ও বিশিষ্ট ব্যক্তিদের সম্মাননা প্রদান 

তৈয়বুর বহমান নিয়ামতপুর নওগাঁ প্রতিনিধিঃনওগাঁর নিয়ামতপুরে উপজেলা দিবস, উন্নয়ন মেলা ও বিশিষ্ট ব্যক্তিদের সন্মাননা প্রদান করা হয়েছে। পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) সহযোগিতায় ঘাসফুল (এনজিও) কর্তৃক বাস্তবায়নাধীন সমৃদ্ধি কর্মসূচির উদ্যোগে এ আয়োজন করা হয়।

মঙ্গলবার(৩০ ডিসেম্বর) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুর্শিদা খাতুন।

এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম, উপজেলা শিক্ষা কর্মকর্তা তরিকুল ইসলাম, সমাজসবা কর্মকর্তা সাদেকুর রহমান, প্রেসক্লাবের সভাপতি শাহজাহান শাজু, জোনাল ম্যানেজার আনোয়ার হোসেন, সমৃদ্ধি কর্মসূচি সমন্বয়কারী কহিনুর ইসলাম প্রমূখ। 

আলোচনা সভায় সভাপতিত্ব করেন ঘাসফুলের সহকারী পরিচালক (এসডিপি) কেএমজি রাব্বানী বসুনিয়া। 

আলোচনা সভা শেষে উপজেলার ৩ জন শ্রেষ্ঠ প্রবীণ, ৩ জন শ্রেষ্ঠ সন্তান, ৬ জন যুব ও ১ জন মেন্টরকে সন্মাননা স্মারক ও সার্টিফিকেট প্রদান করেন অতিথিরা। এছাড়া বিশিষ্ট সাংবাদিক, ক্রীড়া ক্ষেত্রে অবদান রাখা এবং সামাজিক কাজে অবদান রাখার সন্মাননা প্রদান করা হয়। 

সন্মাননা প্রদান শেষে অতিথিরা উন্নয়ন মেলার স্টল পরিদর্শন করেন।