নিয়ামতপুরে ইসলামী আন্দোলনের গণ সমাবেশ কর্মসূচি পালন
নওগাঁর নিয়ামতপুরে ইসলামী আন্দোলন বাংলাদেশের ব্যানারে গণ সমাবেশ কর্মসূচি পালিত
নিয়ামতপুরনওগাঁ প্রতিনিধিঃ নওগাঁর নিয়ামতপুরে ইসলামী আন্দোলন বাংলাদেশের ব্যানারে গণ সমাবেশ কর্মসূচি পালিত হয়েছে। শনিবার (২১ সেপ্টেম্বর) সকালে উপজেলা গেট চত্বরে ছাত্র-জনতার গণ বিপ্লবে গণহত্যার বিচার, দূর্ণীতিবাজদের গ্রেপ্তার, অবৈধ সম্পদ বাজেয়াপ্ত ও তাদেরকে নির্বাচনে অযোগ্য ঘোষণা করা, সংখ্যানুপাতিক পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচন, ইহকালীন শান্তি ও পরকালীন মুক্তির প্রত্যাশা পূরণে ইসলামভিত্তক কল্যান রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে উপজেলা শাখার আয়োজনে এ কর্মসূচি পালন করেন।
জেলা ছাত্র আন্দোলনের সভাপতি নাজমুল ইসলামের সঞ্চালনায় গণ সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা ইসলামী আন্দোলন বাংলাদেশের সভাপতি শফিকুল ইসলাম। এ সময় প্রধান অতিথির বক্তব্য রাখেন নওগাঁ জেলা শাখার সভাপতি মাস্টার মোহাম্মদ আশরাফুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে আশরাফুল ইসলাম বলেন, এদেশ অনেক ঘাত-প্রতিঘাতের মধ্যে দিয়ে চলমান রয়েছে। ইসলামী আন্দোলন বাংলাদেশ সক্রিয়ভাবে ছাত্র আন্দোলনে অংশগ্রহন করেছে। আমাদের অনেক ভাই ছাত্র-জনতার আন্দোলনে শহীদ হয়েছেন।
তিনি আরও বলেন,নো আওয়ামী-লীগ,নো বিএনপি ইসলাম ইজ দ্যা বেস্ট"। সেই লক্ষ্যে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
সভাপতির বক্তব্যে শফিকুল ইসলাম বলেন, দেশের সাধারণ মানুষ আওয়ামী-লীগ ও বিএনপির শাসনামল দেখেছে। বিএনপি ক্ষমতায় থাকাকালীন সময়ে চার'চারবার দূর্ণীতিতে চ্যাম্পিয়ন হয়েছে, জিয়া চ্যারিটেবল ট্রাষ্টের টাকা আত্মসাৎ করেছে, হাওয়া ভবনের গল্প সাধারণ মানুষ জানে। তাদের হাত থেকে রেহাই পেতে মানুষ আওয়ামী-লীগকে ভোট দিয়েছে। আর আওয়ামী-লীগ লুটপাট করে দেশটাকে শেষ করে দিয়েছে। এখন ইসলামী কল্যান রাষ্ট্র গঠনের দিকে সকলকে নজর দেওয়ার আহ্বান জানান।
এ সময় গণ সমাবেশ কর্মসূচিতে ইসলামী আন্দোলন বাংলাদেশের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।