নিয়ামতপুরে স্কুল মিল্ক ফিডিং কর্মসূচির উদ্বোধন
নওগাঁর নিয়ামতপুরে স্কুল মিল্ক ফিডিং কর্মসূচীর উদ্বোধন করা হয়েছে

তৈয়বুর রহমান নিয়ামতপুর নওগাঁ প্রতিনিধিঃনওগাঁর নিয়ামতপুরে স্কুল মিল্ক ফিডিং কর্মসূচীর উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (২ ডিসেম্বর) বেলা ১২টায় উপজেলার গোকুলপুর সরকারি প্রাথিমিক বিদ্যালয়ে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প (এলডিডিপি) এর অর্থায়নে এ কর্মসূচিতে সহযোগিতা করছে নিয়ামতপুর উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কর্মসূচীর উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছাঃ মুর্শিদা খাতুন। এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আব্দুলাহ আল মামুন, উপজেলা কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম, সহকারী উপজেলা শিক্ষা অফিসার মোঃ আব্দুল হান্নান, গোকুলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল বারীসহ বিদ্যালয়ের সকল শিক্ষক শিক্ষার্থী।
অতিথিরা বলেন, দুধ একটি আদর্শ খাবার। শিক্ষার্থীদের পুষ্টি চাহিদা পূরণে এই স্কুল মিল্ক ফিডিং কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
প্রধান শিক্ষক মোঃ আব্দুল বারী বলেন, আমার বিদ্যালয়ে ১৫৫ জন শিক্ষার্থী রয়েছে। স্কুল খোলা থাকার দিনগুলোতে উপস্থিত প্রত্যেক শিক্ষার্থীকে একটি করে দুধের প্যাকেট দেয়া হবে।




