নওগাঁয় সীমান্ত দেখতে এসে দুই বন্ধু আটক
নওগাঁর সাপাহারে সীমান্ত দেখতে এসে কাঁটাতারের বেড়া ধারে সেলফি তোলার সময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)তাদের দুজনকে আটক করে।

রবিউল আলম সাপাহার নওগাঁ :নওগাঁর সাপাহারে সীমান্ত দেখতে এসে কাঁটাতারের বেড়া ধারে সেলফি তোলার সময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)তাদের দুজনকে আটক করে।পরে দুই আটককৃত কলেজ পড়ুয়া ছাএ বিজিবি সদস্যদের প্রচেষ্টায় মুক্ত হয়ে এখন বাংলাদেশের জেলহাজতে রয়েছে।
আটককৃত ছাএরা হচ্ছে বদলগাছী থানার ধুলাপাড়া গ্রামের আফাজ উদ্দিনের ছেলে মিনহাজুল ইসলাম (২৩) সে নওগাঁ ডিগ্রী কলেজের ছাত্র। অপরজন একই উপজেলার পাটখোলা গ্রামের আনিসুর রহমানের ছেলে মোঃ তালিম আহমেদ সৌরভ (২৩) সে সাপাহার সরকারি ডিগ্রী কলেজের ছাত্র।
বিজিবি কর্তৃক সাপাহার থানায় দায়ের কৃত মামলার সুএে জানা গেছে, গত সোমবার ওই দুই বন্ধু বিকেল সাড়ে তিনটার দিকে সাপাহার উপজেলার আই হাই ইউনিয়নের বামনপাড়া সীমান্ত এলাকার ২৪৬ নং পিলার এলাকা দিয়ে ভারতীয় সীমান্ত দেখার জন্য ভারতের কাটাতারের বেড়া ধরে টিকটক ও সেলফি তোলার সময় ভারতীয় টহলরত বিএসএফ তাদের ধরে আটকে রাখে।সংবাদ পেয়ে বামনপাড়ার বিওপি নায়ক সুবেদার তালেব সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়ে বাংলাদেশী নাগরিক হওয়ায় পতাকা বৈঠকের মাধ্যমে আটক ওই দুই ছাএকে উদ্ধার করে রাত সাড়ে ৯ টার দিকে সাপাহার থানায় সোপর্দ করে এবং একটি অভিযোগ দাখিল করেন।
এ বিষয় সাপাহার থানার অফিসার ইনচার্জ ওসি আবদুল আজিজ বলেন,বিজিবির অভিযোগের ভিত্তিতে অবৈধ অনুপ্রবেশের দায়ে সীমান্ত আাইনে গতকাল মঙ্গলবার তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে এবং দুজনকে নওগাঁ কোর্টে পাঠানো হয়েছে