নওগাঁয় হত্যা মামলার দুই আসামী গ্রেফতার
নওগাঁয় জয়পুরহাট জেলার সুলতান হত্যা মামলার এজাহার নামীয় পলাতক আসামী গ্রেফতার
এ বিএস রতন স্টাফ রিপোর্টার নওগাঁ : নওগাঁয় জয়পুরহাট জেলার সুলতান হত্যা মামলার এজাহার নামীয় পলাতক আসামী তোহা ও জোহা দুই ভাই কে নওগাঁর পূর্বজগদল এলাকা থেকে গ্রেফতার করেছে র্যাব-৫। গত ১৫ অক্টোবর রাত ১ টায় গোপন তথ্যের ভিত্তিতে নওগাঁ জেলার ধামুইরহাট থানাধীন পূর্বজগদল এলাকায় অভিযান পরিচালনা পলাতক আসামী মোঃ তোহা (২৪) এবং মোঃ জোহা (২৪), উভয়ের পিতা মোঃ আব্দুর রশিদ, উভয়ের সাং-হরিপুর,থানা জেলা-জয়পুরহাট কে গ্রেফতার করা হয়।
মামলার বিবরণে জানা যায়, গত ১৪/০৮/২০২৪ ইং তারিখ জমির আইলে রোপনকৃত তালগাছের জের ধরে ধৃত আসামী তোহা ও জোহাসহ আরো কয়েকজন ভিকটিম জনৈক সুলতান আহম্মেদকে জয়পুরহাট সদর থানাধীন হরিপুর এলাকায় আসামীদের বাড়ির সামনে লোহার রড দ্বারা মাথায় আঘাত করে গুরুত্বর জখম করে। পরবর্তীতে আহত অবস্থায় সুলতান আহম্মেদকে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে ভর্তি করানোর পর তার শারীরিক
অবস্থার অবনতি হলে তাকে একই তারিখে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসাপাতালে এ ভর্তি করানো হয়। পরবর্তীতে ১৭/০৮/২৪ ইং রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতাল কর্তৃক সুলতান আহম্মেদকে ছাড়পত্র প্রদানের পর ১৮/০৮/২৪ তারিখে নিজ বাড়িতে থাকাকালে পুনরায় মুখ দিয়ে ফেনা উঠে শরীর ঝাকুনি দিলে দ্রæত জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে জরুরী বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় মৃতের স্ত্রী মোছাঃ পরী বানু বাদী হয়ে জয়পুরহাট সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। সদর থানার মামলা নম্বর-০৯
জয়পুরহাট সদর থানায় মামলা দায়েরের পর র্যব-৫, সিপিসি-৩ এর একটি আভিযানিক দল আসামী তোহা ও জোহাদেরকে গ্রেফতারের জন্য বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে ১৫-১০-২০২৪ ইং নওগাঁ জেলার ধামুইরহাট থানাধীন পূর্বজগদল এলাকা হতে আসামী তোহা ও জোহা কে গ্রেফতার করতে সক্ষম হয়।