নিয়ামতপুরে উপজেলা কৃষি কর্মকর্তার বিভিন্ন সবজি ক্ষেত পরিদর্শন
নওগাঁর নিয়ামতপুরের শ্রীমন্তুপুর ইউনিয়নের বিভিন্ন শীতের আগাম সবজি ক্ষেত পরিদর্শন করেছেন উপজেলা কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম।

তৈয়বুর রহমান নিয়ামতপুর নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁর নিয়ামতপুরের শ্রীমন্তুপুর ইউনিয়নের বিভিন্ন শীতের আগাম সবজি ক্ষেত পরিদর্শন করেছেন উপজেলা কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম।
আজ রবিবার (১২অক্টোবর) দুপুরে এ পরিদর্শন কার্যক্রম অনুষ্ঠিত হয়।
এ সময় আগাম জাতের শশা, পুষ্টি সবজি বাগান, হলুদ ক্ষেত, পটল ক্ষেত, মরিচ ক্ষেত পরিদর্শন করে কৃষকদের বিভিন্ন বিষয়ে সবজি চাষের পরামর্শ প্রদান করেন উপজেলা কৃষি কর্মকর্তা।
উপজেলা কৃষি কর্মকর্তা রফিকুল ইসলামের সাথে পরিদর্শনে উপস্থিত ছিলেন উপজেলা উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা শফিউল আলম, উপ-সহকারী কৃষি কর্মকর্তা নজরুল ইসলাম, শাহিন ইকবাল, নাজমা খাতুন প্রমূখ।
উপজেলা কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন,আমাদের কৃষি অফিস থেকে কৃষকদের সকল ধরনের পরামর্শ সহ বিভিন্ন সরকারি প্রণদনার মাধ্যমে সহযোগিতা প্রদান করা হয়। যাতে এই এলাকায় আরও নতুন নতুন কৃষি উদ্যোক্তা তৈরি হয়।