নওগাঁয় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত
নওগাঁর বদলগাছীতে ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

এ.বি.এস রতন স্টাফ রিপোর্টার : নওগাঁর বদলগাছীতে ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার ৭ এ নভেম্বর সকাল ১০টায় উপজেলার চার মাথা থেকে র্যালি শুরু করে উপজেলা বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে চারমাথা পার্টি অফিসে গিয়ে শেষ হয়। উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে এই র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও বদলগাছী উপজেলা বিএনপির সভাপতি ফজলে হুদা বাবুল।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি'র সিনিয়র সহসভাপতি জাকির হোসেন চৌধুরী, সহসভাপতি ফিরোজ আলম, আব্দুর রশিদ, সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক আব্দুল হাদী টিপু চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মামুন হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক সাইদুর রহমান কেটু ও রেজানুর রহমান স্যান্ডু, উপজেলা কৃষি দলের প্রাপ্ত সভাপতি জহুরুল ইসলাম সহ উপজেলার ৮টি ইউনিয়নের বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।




