চুয়াডাঙ্গার অস্ত্রের মুখে লুটপাটের ঘটনায় একজন আটক
বৃহস্পতিবার (৬ নভেম্বর) ভোর সাড়ে পাঁচটার দিকে বোয়ালমারী ইটভাটার কাছাকাছি রাস্তায় গাছ ফেলে পথচারীদের কাছ থেকে নগদ ২১ হাজার টাকা, মোবাইল ফোন সহ মালামাল ছিনিয়ে নেয় ৪ অস্ত্রধারী।

মোঃ আসাদুজ্জামান আসাদ চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি:-বৃহস্পতিবার (৬ নভেম্বর) ভোর সাড়ে পাঁচটার দিকে বোয়ালমারী ইটভাটার কাছাকাছি রাস্তায় গাছ ফেলে পথচারীদের কাছ থেকে নগদ ২১ হাজার টাকা, মোবাইল ফোন সহ মালামাল ছিনিয়ে নেয় ৪ অস্ত্রধারী।
এ খবর জানাজানি হলে চুয়াডাঙ্গা সদর থানার ওসি খালেদুর রহমান সহ অন্য কর্মকর্তারা সকাল থেকেই অভিযান শুরু করেন।
বৃহস্পতিবার সন্ধ্যায় অভিযানে শহরের হাজরাহাটি এলাকা থেকে এনামুলের ছেলে রকিবুলকে আটক করা হয়, উদ্ধার হয় ছিনতাই করা সাড়ে ১৭ হাজার টাকা। জিজ্ঞাসাবাদ রকিবুল জানিয়েছে সে সহ চারজন রাস্তায় গাছ ফেলে লুটপাট চালিয়েছে।
এর আগে একই ধরনের কাজ করেছে একাধিকবার ওই একই জায়গায় বাকি তিনজনকে আইনের আওতায় আনতে অভিযান অব্যাহত আছে বলে জানিয়েছে সদর থানা পুলিশ।




