নিয়ামতপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন
নওগাঁর নিয়ামতপুরে" দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি- প্রাণীসম্পদে হবে উন্নতি" স্লোগানে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৫ এর উদ্বোধন হয়েছে
তৈয়বুর রহমান নিয়ামতপুর নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁর নিয়ামতপুরে" দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি- প্রাণীসম্পদে হবে উন্নতি" স্লোগানে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৫ এর উদ্বোধন হয়েছে।

এ উপলক্ষ্যে বুধবার সকালে উপজেলা প্রাণিসম্পদ ও ভেটেরিনার হাসপাতাল চত্বরে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। পরে ফিতা কেটে প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুর্শিদা খাতুন।
প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধনের মেলায় অংশ নেওয়া স্টলগুলো পরিদর্শন করেন অতিথিরা।
আলোচনা সভায় ডাঃ আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুর্শিদা খাতুন। এ সময় আরও উপস্থিত ছিলেন থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান, কৃষি কর্মকর্তা রফিকুল ইসলামসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, উদ্যোক্তা ও খামারিগণ।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে (ইউএনও) মুর্শিদা খাতুন বলেন, প্রাণিসম্পদ বিভাগ বাংলাদেশে বৈচিত্র্যপূর্ন। আধুনিক প্রযুক্তির ছোঁয়ায় এসেছে পরিবর্তন। উদ্যোক্তা ও খামারিদের প্রণোদনা এবং সকল সুযোগ-সুবিধা প্রদানে প্রাণিসম্পদ বিভাগের সকল কর্মকর্তাকে আহ্বান জানান তিনি।




