মান্দায় অপহরণের ৪৫ দিনেও উদ্ধার হয়নি কলেজ ছাত্রী

নওগাঁর মান্দায় অপহরণের দেড় মাস পেরিয়ে গেলেও উদ্ধার হয়নি কলেজ ছাত্রী। এতে চরম হতাশায় দিন কাটাচ্ছেন কলেজ ছাত্রীর পরিবার

মান্দায় অপহরণের ৪৫ দিনেও উদ্ধার হয়নি কলেজ ছাত্রী

এ.বি.এস রতন স্টাফ রিপোর্টার : নওগাঁর মান্দায় অপহরণের দেড় মাস পেরিয়ে গেলেও উদ্ধার হয়নি কলেজ ছাত্রী। এতে চরম হতাশায় দিন কাটাচ্ছেন কলেজ ছাত্রীর পরিবার। এঘটনায় কলেজ ছাত্রীর বাবা জে,এম কামরুজ্জামান বাদী হয়ে উপজেলার উত্তর কালিকাপুর (জংলিপাড়া) গ্রামের সুরুজ আলীর ছেলে রবিউল ইসলাম (২১), মৃত সাদেক হোসেনের ছেলে ফায়সাল হোসেন (২১), পাশ্ববর্তী মহাদেবপুর উপজেলার চকগৌরী গ্রামের জিল্লুর রহমানের ছেলে সিজানুর রহমান (৩৮), কালিকাপুর (জংলিপাড়া) গ্রামের হোসেন আলীর ছেলে সুরুজ আলী (৫২) এবং সুরুজ আলীর স্ত্রী রাবেয়া বেগম (৪৭) সহ অজ্ঞাতনামা ২/৩ জনের বিরুদ্ধে মান্দা থানায় ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইন সংশোধনী ২০০৩, এর ৭/ ৩০ ধারায় একটি মামলা দায়ের করেছেন। মামলা নং- ২৩।

মামলা সূত্রে জানা গেছে, উপজেলা সদরের মান্দা থানা আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ এর একাদ্বশ শ্রেণীর ছাত্রী সামিহা তাবাচ্ছুম তমা (১৬) গত ২০ ফেব্রুয়ারি সকালে নিজ বাড়ি থেকে কলেজে যাওয়ার পথে জোরপূর্বক অপহরণ করে নিয়ে যায় অভিযুক্তরা। অপহরণের দেড় মাস পেরিয়ে গেলেও ওই কলেজ ছাত্রীকে উদ্ধার করতে পারেনি পুলিশ। অপরদিকে আসামীরা জামিন নিয়ে বেরিয়ে এসে মামলা তুলে নিতে বিভিন্ন ধরনের হুমকি অব্যাহত রেখেছেন। এতে করে জীবনের নিরাপত্তাহীনতায় ভূগছেন বলে জানিয়েছেন ভূক্তভোগী পরিবারের লোকজন। অথচ, বিষয়টি ভিন্ন খাতে প্রবাহের চেষ্টা করছেন এলাকার একটি প্রভাবশালী মহল। এমতাবস্থায় ভিক্টিম উদ্ধারসহ অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন তারা।

এ ব্যাপারে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই সুজন খান বলেন, এ ঘটনায় ভিক্টিমের বাবার দায়েরকৃত মামলার প্রেক্ষিতে সিজানুর রহমান নামে একজনকে আটক করা হয়। এরপর সে জজকোর্ট থেকে জামিনে বেরিয়ে আসেন। অপর আসামীদের মধ্যে ৩ জন হাইকোর্ট থেকে জামিন নিয়েছেন। ঘটনার পর থেকে অদ্যবধি ১ নং আসামী রবিউল ইসলাম ভিক্টিমকে নিয়ে পলাতক থাকায় তাকে আটক করা এবং ভিক্টিমকে উদ্ধার করা সম্ভব হয়নি। তবে অভিযান অব্যাহত আছে বলেও জানান তিনি।