নওগাঁয় জলবায়ু ঝুঁকি ও সহনশীল আরইসিপি বিষয়ে উদ্যোক্তাদের প্রশিক্ষণ

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা এবং জলবায়ু সহনশীল উৎপাদন ব্যবস্থা গড়ে তুলতে নওগাঁয় উদ্যোক্তাদের জন্য দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

নওগাঁয় জলবায়ু ঝুঁকি ও সহনশীল আরইসিপি বিষয়ে উদ্যোক্তাদের প্রশিক্ষণ

এ.বি.এস রতন স্টাফ রিপোর্টার :জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা এবং জলবায়ু সহনশীল উৎপাদন ব্যবস্থা গড়ে তুলতে নওগাঁয় উদ্যোক্তাদের জন্য দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৩ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে নওগাঁ সদরের হাপানিয়া বাজারসংলগ্ন টিএমএসএস (ঠেঙ্গামারা মহিলা সবুজ সংঘ) জোন অফিসে এ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়।

পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) ও দ্য ওয়ার্ল্ড-এর সহযোগিতায় টিএমএসএস বাস্তবায়িত সাসটেইনেবল মাইক্রোএন্টারপ্রাইজ অ্যান্ড রেজিলিয়েন্ট ট্রান্সফরমেশন (স্মার্ট-অটোমোবাইল ওয়ার্কশপ) প্রকল্পের আওতায় এ প্রশিক্ষণের আয়োজন করা হয়।

প্রশিক্ষণের বিষয় ছিল জলবায়ু ঝুঁকিপূর্ণতা ও জলবায়ু সহনশীল রিসোর্স এফিসিয়েন্ট ক্লিনার প্রোডাকশন (আরইসিপি)। এতে অটো খাতের বিভিন্ন উদ্যোক্তা অংশগ্রহণ করেন।

টিএমএসএস স্মার্ট-অটোমোবাইল ওয়ার্কশপসের উদ্যোগে আয়োজিত এ প্রশিক্ষণ কর্মশালা সঞ্চালনা করেন টিএমএসএস-এর আরইসিপি কর্মকর্তা মো. নজরুল ইসলাম। কর্মশালার উদ্বোধন করেন টিএমএসএস নওগাঁ জোনের জোনাল ম্যানেজার মো. হানজালাল রহমান।

প্রশিক্ষণে রিসোর্স পার্সন হিসেবে প্রশিক্ষণ প্রদান করেন নওগাঁ পলিটেকনিক ইনস্টিটিউটের এনভায়রনমেন্টাল টেকনোলজি বিভাগের বিভাগীয় প্রধান ও ইন্সট্রাকটর শাহারিয়ার নাফিজ এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, নওগাঁ-এর উপ-সহকারী পরিচালক মো. জাকির হোসেন।

এসময় উপস্থিত ছিলেন টিএমএসএস ডোমেইন রাজশাহী বিভাগীয় উপ-পরিচালক (অপারেশন-৩) এস. এম. বাবুল, পরামর্শক (মামলা) ডোমেইন-৩ মনিরুল ইসলাম, নওগাঁ জোনের ব্রাঞ্চ ম্যানেজার মাহবুব আলম, টিএমএসএস স্মার্ট-অটোমোবাইল ওয়ার্কশপসের টেকনিক্যাল কর্মকর্তা মো. হারুন অর রশিদ রিয়াদ, অ্যাসিস্ট্যান্ট টেকনিক্যাল কর্মকর্তা মো. মামুনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

প্রশিক্ষণে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব, ঝুঁকি নিরূপণ, অগ্নি নিরাপত্তা, পরিবেশবান্ধব ও নিরাপদ উৎপাদন পদ্ধতি এবং উদ্যোক্তাদের জন্য টেকসই ও দক্ষ সম্পদ ব্যবহারের মাধ্যমে আরইসিপি বাস্তবায়নের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।