নওগাঁ সীমান্তে বিএসএফ এর হাতে এক বাংলাদেশী নাগরিক আটক

সীমান্তে যখন থমথমে অবস্থা ঠিক সেই সময়ে নওগাঁ সীমান্তে আবারও উত্তেজনা।

নওগাঁ সীমান্তে বিএসএফ এর হাতে এক বাংলাদেশী নাগরিক আটক

এবিএস রতন স্টাফ রিপোর্টার নওগাঁ:সীমান্তে যখন থমথমে অবস্থা ঠিক সেই সময়ে নওগাঁ সীমান্তে আবারও উত্তেজনা। যেন কাঁটা ঘাঁয়ে নুনের ছিঁটা। নওগাঁর সাপাহার সীমান্ত থেকে সিরাজুল ইসলাম (৪২) নামে এক বাংলাদেশিকে আটক করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

বুধবার (৫ ফেব্রুয়ারি) রাত ৩টার দিকে উপজেলার আদাতলা সীমান্তের ৪৪/১ এস পিলার ও ভারতের অভ্যন্তরে নাইরকুড়ি এলাকা থেকে বিএসএফ তাকে ধরে নিয়ে যায়।

আটক সিরাজুল ইসলাম উপজেলার উত্তর পাতাড়ী গ্রামের ওসমান আলীর ছেলে। 

আটকের বিষয়টি নিশ্চিত করে আটক সিরাজুলের স্ত্রী এজেলা খাতুন জানান, মঙ্গলবার রাতে স্থানীয় কয়েকজনের সাথে তার স্বামী সিরাজুল ভারতে গিয়েছিল। এরপর সকালে সবাই ফিরে এলেও সিরাজুল আর ফিরে আসেনি। যারা ফিরে এসেছে তাদের কাছ তার স্বামীর আটকের বিষয়টি নিশ্চিত হয়েছে। 

স্থানীয়রা জানান, গতকাল মঙ্গলবার দিবাগত রাতে কয়েকজন বাংলাদেশি সীমান্ত পেরিয়ে ভারত অভ্যন্তরে গরু আনতে যায়। রাত আনুমানিক ৩টার দিকে গরু নিয়ে ৪৪/১ এস পিলার এলাকা দিয়ে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশের সময় ভারতের দক্ষিন দিনাজপুর জেলার তপন থানার নাইরকুড়ী বিএসএফ ক্যাম্পের টহলরত জোয়ানরা তাদের ধাওয়া করে। এসময় অন্যেরা পালিয়ে আসলেও সিরাজুল ইসলামকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ ধরে নিয়ে যায়।

তবে এবিষয়ে নওগাঁ ব্যাটালিয়ান ১৬ বিজিবি অধিনায়ক লে: কর্ণেল সাদিকুর রহমান জানান, ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) হাতে বাংলাদেশি কেউ আটক হয়েছে কিনা এমন কোন তথ্য তাদের জানা নেই।